কুলপি ব্লকের গাজীপুরে বিশ্ব টয়লেট দিবস উদযাপন
কুলপি, ১৯ নভেম্বর (হি. স.) : দক্ষিণ ২৪ পরগণার কুলপি ব্লকের গাজীপুর গ্রাম পঞ্চায়েতে পালন করা হয়েছে বিশ্ব টয়লেট দিবস। বুধবার গাজীপুর গ্রাম পঞ্চায়েতের উদ্যোগে - দূর হবে অসুখের ভয়, ব্যবহার করলে শৌচালয় - এই স্লোগানকে সামনে রেখে টয়লেট দিবস উদযাপন
কুলপি ব্লকের গাজীপুরে বিশ্ব টয়লেট দিবস পালন


কুলপি, ১৯ নভেম্বর (হি. স.) : দক্ষিণ ২৪ পরগণার কুলপি ব্লকের গাজীপুর গ্রাম পঞ্চায়েতে পালন করা হয়েছে বিশ্ব টয়লেট দিবস। বুধবার গাজীপুর গ্রাম পঞ্চায়েতের উদ্যোগে - দূর হবে অসুখের ভয়, ব্যবহার করলে শৌচালয় - এই স্লোগানকে সামনে রেখে টয়লেট দিবস উদযাপন করা হয়। সাধারণ মানুষকে বিশেষভাবে সচেতন করা হয়।

সচেতনতা অভিযানর অঙ্গ হিসেবে এদিনের মিছিলে গাজীপুর গ্রাম পঞ্চায়েত প্রধান সাহানুর বিবি মোল্লা, উপপ্রধান রুকিয়া বিবি, কুলপি ব্লক সংখ্যালঘু তৃণমূল কংগ্রেসের সভাপতি তথা গাজীপুর অঞ্চল তৃণমূল কংগ্রেস সভাপতি আব্দুর রহিম মোল্লা প্রমুখ যোগদান করেন।

হিন্দুস্থান সমাচার / শুভদ্যুতি দত্ত




 

 rajesh pande