
আগরতলা, ১৯ নভেম্বর (হি.স.) : সরকারি কর্মচারীদের বেতন কাঠামো ও আর্থিক বরাদ্দ সংক্রান্ত গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে ত্রিপুরা সরকার ষোড়শ অর্থ কমিশনের কাছে প্রয়োজনীয় সমস্ত নথিপত্র আনুষ্ঠানিকভাবে জমা দিয়েছে। পাশাপাশি অষ্টম বেতন কমিশন সম্পর্কিত প্রতিবেদনও কেন্দ্রীয় সরকারের কাছে প্রেরণ করা হয়েছে। বুধবার সচিবালয়ে সাংবাদিক সম্মেলনে এ তথ্য জানান অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহ রায়।
অর্থমন্ত্রী জানান, গত ৩ নভেম্বর কেন্দ্রীয় সরকার বিচারপতি রঞ্জনা প্রকাশের সভাপতিত্বে একটি কমিটি গঠন করেছে, যা অষ্টম বেতন কমিশনের বাস্তবায়ন খতিয়ে দেখে সুপারিশ প্রদান করবে। এই কমিটিকে ১৮ মাস সময়সীমা দেওয়া হয়েছে। ত্রিপুরা ইতোমধ্যেই নিজেদের তথ্য ও নথিপত্র সেই প্রক্রিয়ার সঙ্গে সামঞ্জস্য রেখে পাঠিয়েছে বলেও তিনি উল্লেখ করেন।
সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া নানা জল্পনা প্রত্যাখ্যান করে মন্ত্রী বলেন, “ত্রিপুরা সরকার প্রতিটি প্রয়োজনীয়তার ব্যাপারে শতভাগ প্রস্তুত। সরকারি কর্মচারীদের বিষয়ে প্রয়োজনীয় সব নথিই ষোড়শ অর্থ কমিশনে জমা দেওয়া হয়েছে। পাশাপাশি অষ্টম বেতন কমিশনের প্রতিবেদনও কেন্দ্রের কাছে পৌঁছে গেছে।”
অর্থমন্ত্রী আরও জানান, মুখ্যমন্ত্রী প্রফেসর (ডাঃ) মানিক সাহা নিয়মিতভাবে কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে যোগাযোগ রেখে চলেছেন, যাতে জাতীয় স্তরে ত্রিপুরার স্বার্থ সঠিকভাবে উপস্থাপিত হয়।
বেতন সংশোধন, আর্থিক বরাদ্দ ও ভবিষ্যৎ প্রভাব নিয়ে রাজ্যজুড়ে যখন আলোচনা তুঙ্গে, তখন সরকারের এই ঘোষণাকে অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করছে প্রশাসনিক মহল। কর্মীদের স্বার্থ রক্ষা এবং কেন্দ্রীয় নির্দেশিকা অনুসরণে ত্রিপুরা সক্রিয় ভূমিকা নিচ্ছে বলেও পরিষ্কার বার্তা দিয়েছে রাজ্য সরকার।
হিন্দুস্থান সমাচার / গোবিন্দ দেবনাথ