
ঝাড়গ্রাম, ২ নভেম্বর (হি.স.): পারিবারিক অশান্তির জেরে স্ত্রীকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে খুনের অভিযোগে স্বামীকে গ্রেফতার করল পুলিশ। ঘটনাটি ঘটেছে শনিবার রাতে ঝাড়গ্রাম জেলার নয়াগ্রাম থানার বাইশাশোল গ্রামে।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃত ব্যক্তির নাম মন্টু ভক্তা। শনিবার রাতে মন্টু ভক্তা ও তাঁর স্ত্রী সারথি ভক্তা (৪৯) উভয়েই মত্ত অবস্থায় বাগবিতণ্ডায় জড়িয়ে পড়েন। সেই সময় মন্টু হঠাৎ ক্ষিপ্ত হয়ে ধারালো অস্ত্র দিয়ে স্ত্রীর গলা ও শরীরে একাধিক কোপ মারেন। গুরুতর জখম অবস্থায় রক্তাক্ত সারথিকে স্থানীয়রা উদ্ধার করে নয়াগ্রাম সুপার স্পেশ্যালিটি হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাঁকে মৃত বলে ঘোষণা করেন।
ঘটনার খবর পেয়ে নয়াগ্রাম থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মৃতার স্বামীকে আটক করে। রবিবার ধৃত মন্টুকে ঝাড়গ্রাম আদালতে তোলা হলে বিচারক দু’দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেন।
---------------
হিন্দুস্থান সমাচার / গোপেশ মাহাতো