ব্যান্ডেল-কাটোয়া লাইনে রক্ষণাবেক্ষণের কাজে বাতিল হচ্ছে একগুচ্ছ ট্রেন
হাওড়া, ২ নভেম্বর (হি.স.): যাঁরা রোজ হাওড়া হয়ে ট্রেনে ওঠেন-নামেন, তাঁদের এবার পড়তে হবে সমস্যায়। কারণ আগামী সপ্তাহের শুরুতেই ফের বাতিল হতে চলেছে একাধিক ট্রেন। হাওড়া ডিভিশনের তরফে এ ব্যাপারে বিজ্ঞপ্তি জারি হয়েছে। রেল কর্তৃপক্ষ জানিয়েছে, ব্যান্ডেল-
ব্যান্ডেল-কাটোয়া লাইনে রক্ষণাবেক্ষণের কাজে বাতিল হচ্ছে একগুচ্ছ ট্রেন


হাওড়া, ২ নভেম্বর (হি.স.): যাঁরা রোজ হাওড়া হয়ে ট্রেনে ওঠেন-নামেন, তাঁদের এবার পড়তে হবে সমস্যায়। কারণ আগামী সপ্তাহের শুরুতেই ফের বাতিল হতে চলেছে একাধিক ট্রেন। হাওড়া ডিভিশনের তরফে এ ব্যাপারে বিজ্ঞপ্তি জারি হয়েছে।

রেল কর্তৃপক্ষ জানিয়েছে, ব্যান্ডেল-কাটোয়া শাখায় ধাত্রীগ্রাম ও সমুদ্রগড় স্টেশনের মধ্যে আপ লাইনে রক্ষণাবেক্ষণের কাজ করা হবে। সেই কারণে মাঝেমধ্যে ট্র্যাফিক ও পাওয়ার ব্লক নিতে হবে রেলকে। জানা গিয়েছে, ৪ থেকে ২৫ নভেম্বরের মধ্যে সাত দিনের জন্য এই পাওয়ার ব্লক নেওয়া হবে।

রেলের বিজ্ঞপ্তি অনুযায়ী, ৪, ৭, ১১, ১৪, ১৮, ২১ ও ২৫ নভেম্বর ব্যান্ডেল থেকে ৩৭৭৪১ এবং কাটোয়া থেকে ৩৭৭৪২ নম্বর ট্রেন বাতিল থাকবে। এছাড়াও ৩৭৭৪৩ ব্যান্ডেল-কাটোয়া লোকাল, যা সাধারণত বিকেল ৪টে ৩০ মিনিটে ছাড়ে, সেই ট্রেন ওই দিনগুলিতে ৫টে ২০ মিনিটে ছাড়বে।

রেল সূত্রে আরও খবর, ব্লক চলাকালীন বেশ কিছু স্পেশাল ট্রেন ও দেরিতে চলা ট্রেনের রুট পরিবর্তন করা হবে। ফলে যাত্রীদের আগেই সময়সূচি জেনে নেওয়ার পরামর্শ দিয়েছে রেল।

---------------

হিন্দুস্থান সমাচার / মৌসুমী সেনগুপ্ত




 

 rajesh pande