চুড়াইবাড়িতে পুলিশের বিশেষ অভিযান, ৫০০০ গাঁজা গাছ ধ্বংস
চুড়াইবাড়ি (ত্রিপুরা), ২ নভেম্বর (হি.স.) : উত্তর ত্রিপুরা জেলায় গাঁজা চাষের বিরুদ্ধে এক বিশেষ অভিযান পরিচালনা করে প্রায় ৫০০০ গাঁজা গাছ ধ্বংস করল পুলিশ। রবিবার সকালে চুড়াইবাড়ি থানার উদ্যোগে এবং এসডিপিও ধর্মনগরের তত্ত্বাবধানে এই অভিযান চালানো হয়।
ত্রিপুরা পুলিশ


চুড়াইবাড়ি (ত্রিপুরা), ২ নভেম্বর (হি.স.) : উত্তর ত্রিপুরা জেলায় গাঁজা চাষের বিরুদ্ধে এক বিশেষ অভিযান পরিচালনা করে প্রায় ৫০০০ গাঁজা গাছ ধ্বংস করল পুলিশ। রবিবার সকালে চুড়াইবাড়ি থানার উদ্যোগে এবং এসডিপিও ধর্মনগরের তত্ত্বাবধানে এই অভিযান চালানো হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত টানা দুই ঘণ্টা ধরে অভিযান চলে। চুড়াইবাড়ি থানার পুলিশ সদস্যদের সঙ্গে ত্রিপুরা স্টেট রাইফেলস (টিএসআর)-এর কর্মীরাও অভিযানে অংশ নেন। বালিচর এডিসি গ্রামের ২ নম্বর ওয়ার্ডের কাটুয়াচর এলাকায়, জাতীয় সড়ক থেকে প্রায় ৩ কিলোমিটার ভিতরে অবস্থিত একটি প্রত্যন্ত জমিতে এই গাঁজা চাষ করা হয়েছিল।

পুলিশ জানিয়েছে, অবৈধভাবে চাষ করা সমস্ত গাঁজা গাছ ঘটনাস্থলেই উপড়ে ফেলে ধ্বংস করা হয়েছে। এ বিষয়ে একটি মামলা রুজু করে তদন্ত শুরু করা হয়েছে। স্থানীয় সূত্রে জানা গেছে, এলাকার কিছু অসাধু ব্যক্তি গোপনে এই চাষের সঙ্গে যুক্ত ছিল। পুলিশের এই পদক্ষেপে এলাকাবাসীর মধ্যে স্বস্তির পরিবেশ তৈরি হয়েছে।

হিন্দুস্থান সমাচার / গোবিন্দ দেবনাথ




 

 rajesh pande