আফ্রিকার বর্ষসেরা ফুটবলার হলেন আশরাফ হাকিমি
প্যারিস, ২০ নভেম্বর(হি.স.): আফ্রিকার বর্ষসেরা ফুটবলার নির্বাচিত হলেন পিএসজির ডিফেন্ডার আশরাফ হাকিমি। বর্ষসেরা হওয়ার দৌড়ে তিনি পেছনে ফেলেছেন লিভারপুলের মহম্মদ সালাহ এবং গালাতাসারাইয়ের ভিক্টর ওসিমেনকে। আর মহিলাদের বর্ষসেরা ফুটবলার নির্বাচিত হয়েছে আল
আফ্রিকার বর্ষসেরা ফুটবলার হলেন আশরাফ হাকিমি


প্যারিস, ২০ নভেম্বর(হি.স.): আফ্রিকার বর্ষসেরা ফুটবলার নির্বাচিত হলেন পিএসজির ডিফেন্ডার আশরাফ হাকিমি। বর্ষসেরা হওয়ার দৌড়ে তিনি পেছনে ফেলেছেন লিভারপুলের মহম্মদ সালাহ এবং গালাতাসারাইয়ের ভিক্টর ওসিমেনকে। আর মহিলাদের বর্ষসেরা ফুটবলার নির্বাচিত হয়েছে আল হিলালের গিজলেন চেব্বাক।

গত মরসুমে পিএসজির ট্রেবল জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন তিনি। যার কারণেই বর্ষসেরা হওয়ার দৌড়ে বাকি দুইজন থেকে এগিয়ে ছিলেন হাকিমি। আগামী ২১ ডিসেম্বর থেকে ঘরের মাঠে বসতে যাওয়া আফ্রিকা কাপ অব নেশন্সে মরক্কোকে নেতৃত্ব দেবেন হাকিমি। ২০২৫ সালের আফ্রিকার বর্ষসেরা ফুটবলার হাকিমি গত মরসুমে পিএসজির হয়ে চারটি শিরোপা জেতে। ফ্রান্সের লিগে তিন শিরোপা জেতার পাশাপাশি চ্যাম্পিয়নস লিগের শিরোপাও ঘরে তোলে পিএসজি। এছাড়াও ক্লাব বিশ্বকাপের ফাইনালে খেলে ফরাসি ক্লাবটি।

---------------

হিন্দুস্থান সমাচার / শান্তি রায়চৌধুরি




 

 rajesh pande