
মিরপুর, ২০ নভেম্বর (হি.স.) : বুধবার মিরপুরের শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে ভারত বাংলাদেশকে ৪৩-১৮ পয়েন্টের ব্যবধানে হারিয়েছে।
থাইল্যান্ডকে বিশাল ব্যবধানে হারিয়ে মহিলা কাবাডি বিশ্বকাপের মিশন শুরু করে ভারত। তাদেরকে ৬৫-২০ পয়েন্টে হারায় ভারতীয় মেয়েরা। এবার স্বাগতিকদের বড় ব্যবধানে হারিয়ে টানা দ্বিতীয় জয় তুলে নিল ভারত।
ভারতের বিপক্ষে শুরু থেকেই চাপে ছিল বাংলাদেশ। ১০ মিনিটের মধ্যে ভারতের মেয়েরা ব্যবধান করে ফেলে ১৬-৬ পয়েন্টে। এরপর বাংলাদেশ কিছুটা প্রতিরোধ গড়লেও ২৯-৮ পয়েন্টে এগিয়ে থেকে বিরতিতে যায় ভারতের মেয়েরা। দ্বিতীয়ার্ধেও ভারতের সঙ্গে লড়াই করতে পারেনি বাংলাদেশ। এ অর্ধে ভারত তুলে নেয় ২৪ পয়েন্ট, বাংলাদেশ সেখানে তুলতে পারে মাত্র ১০ পয়েন্ট। বাংলাদেশকে বড় ব্যবধানে হারানোর পর ভারত অধিনায়ক ঋতু নেগি বলেছেন, 'ঢাকা থেকে ট্রফি নিয়ে দেশে ফেরার ব্যাপারে আমি আশাবাদী।'
---------------
হিন্দুস্থান সমাচার / শান্তি রায়চৌধুরি