হিন্দুদের পূজা ‘শয়তানের ইবাদত’, প্ৰাক্তন সাংসদ হারুনুরের বক্তব্যের প্রতিবাদ বাংলাদেশে
ঢাকা, ২০ নভেম্বর (হি.স.) : প্ৰাক্তন সাংসদ হারুনুর রশিদ হারুন সম্প্রতি এক ভাষণে হিন্দুদের পূজাকে ‘শয়তানের ইবাদত’ হিসেবে অভিহিত করায় বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ এবং মহানগর সার্বজনীন পূজা কমিটি তীব্র প্রতিবাদ ও নিন্দা জানিয়েছে। পূজা উদযাপন পরিষদ-এর নে
হিন্দুদের পূজা ‘শয়তানের ইবাদত’, প্ৰাক্তন সাংসদ হারুনুরের বক্তব্যের প্রতিবাদ বাংলাদেশে


ঢাকা, ২০ নভেম্বর (হি.স.) : প্ৰাক্তন সাংসদ হারুনুর রশিদ হারুন সম্প্রতি এক ভাষণে হিন্দুদের পূজাকে ‘শয়তানের ইবাদত’ হিসেবে অভিহিত করায় বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ এবং মহানগর সার্বজনীন পূজা কমিটি তীব্র প্রতিবাদ ও নিন্দা জানিয়েছে।

পূজা উদযাপন পরিষদ-এর নেতৃবৃন্দরা যৌথ বিবৃতিতে বলেছেন, এই বক্তব্যে সারা দেশে সনাতন হিন্দু সম্প্রদায়কে গভীরভাবে মর্মাহত, ব্যথিত ও ক্ষুব্ধ করেছে। নেতৃবৃন্দ এই বক্তব্যকে ধর্ম অবমাননা বলে মনে করেন। নেতৃবৃন্দ ক্ষোভের সঙ্গে আরও বলেছেন, এই ব্যক্তি আগামী নির্বাচনে একটি প্রধান দলের মনোনয়ন পেয়েছেন। বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ এবং মহানগর সার্বজনীন পূজা কমিটি অবিলম্বে তাঁর মনোনয়ন বাতিল, দল থেকে বহিষ্কার করার জন্য সংশ্লিষ্ট দলের নেতৃত্বের প্রতি আহ্বান জানিয়েছে। অন্যদিকে ধর্ম অবমাননার অভিযোগে দ্রুত কঠোর ব্যবস্থা নেওয়ার জন্য সরকার এবং নির্বাচন কমিশনের কাছে দাবি জানিয়েছেন তাঁরা।

বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের সভাপতি বাসুদেব ধর, সাধারণ সম্পাদক সন্তোষ শর্মা এবং মহানগর সার্বজনীন পূজা কমিটির সভাপতি জয়ন্ত কুমার দেব ও সাধারণ সম্পাদক ড. তাপসচন্দ্র পাল এই যৌথ বিবৃতিতে স্বাক্ষর করেছেন।

হিন্দুস্থান সমাচার / সমীপ কুমার দাস




 

 rajesh pande