
ইসলামাবাদ, ২১ নভেম্বর (হি. স.) : পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের ফয়জলাবাদ জেলার মালিকপুর এলাকায় পাকিস্তানের রাসায়নিক কারখানায় বিষাক্ত গ্যাস লিক করে ভয়াবহ বিস্ফোরণ। শুক্রবার সকালে মর্মান্তিক এই দুর্ঘটনায় মৃত্যু হল অন্তত ১৫ জনের। জোরকদমে শুরু হয়েছে উদ্ধারকাজ। আশঙ্কা করা হচ্ছে ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে রয়েছেন আরও বহু মানুষ।
জানা গিয়েছে, এদিন সকালে গ্যাস লিক করছিল ওই রাসায়নিক কারখানার। যার জেরে ব্যাপক বিস্ফোরণের সঙ্গে ফেটে যায় কারখানার একটি বয়লার। বিস্ফোরণের অভিঘাত এতটাই ছিল যে, কারখানার একটি বড় অংশ কার্যত ধ্বংসস্তূপে পরিণত হয়। ফয়জলাবাদের ডেপুটি কমিশনার রাজা জাহাঙ্গির আনোয়ার বলেন, দুর্ঘটনার খবর পাওয়ার পরই সেখানে উদ্ধারকারী দল পাঠানো হয়েছে। রীতিমতো আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছে এলাকায়। ধ্বংসস্তূপের নিচ থেকে ১৫ জনের দেহ উদ্ধার করা হয়েছে। আহত ৭ জনকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।
আনোয়ার আরও জানান, “প্রথমে কারখানার একটি বিল্ডিংয়ে বিস্ফোরণের জেরে আগুন লেগেছিল। এরপর সেই আগুন দ্বিতীয় বিল্ডিংয়েও ছড়িয়ে পড়ে। আগুন নেভানোর পর জোরকদমে চলছে উদ্ধারকাজ। জেলার আপতকালীন বিভাগ উদ্ধারকাজে নেমে পড়েছে। ধ্বংসস্তূপ সরিয়ে দেখা হচ্ছে নিচে আর কেউ চাপা পড়ে রয়েছেন কিনা।” পাঞ্জাব প্রদেশের ইনস্পেক্টর জেনারেল অফ পুলিশ উসমান আনোয়ার জানান, সমস্ত জরুরি বিভাগকে সতর্ক করা হয়েছে। উদ্ধারকারী দল, দমকল-সহ অন্যান্য এজেন্সিগুলিকে ঘটনাস্থলে পাঠানো হয়েছে।
এই দুর্ঘটনার খবর পাওয়ার পর নিহতদের উদ্দেশে শোক প্রকাশ করেছেন পাঞ্জাব প্রদেশের মুখ্যমন্ত্রী মারিয়ম নওয়াজ। আহতদের দ্রুত আরোগ্য কামনা করেছেন।
হিন্দুস্থান সমাচার / সোনালি