
জম্মু, ২০ নভেম্বর (হি.স.): বৃহস্পতিবার ‘কাশ্মীর টাইমস’-এর জম্মু অফিসে হানা দিল স্টেট ইনভেস্টিগেশন এজেন্সি (এসআইএ)। জম্মু ও কাশ্মীর পুলিশের সন্ত্রাস-দমন শাখা এসআইএ-র অভিযোগ, পাক অধিকৃত কাশ্মীর থেকে লেখা ভারত-বিরোধী প্রতিবেদন প্রকাশ করা হয় এই সংবাদপত্রে। এই সব প্রতিবেদন লেখকের নামও উল্লেখ থাকে। এই অভিযোগে সংবাদপত্রটির বিরুদ্ধে মামলাও দায়ের করেছে এসআইএ।
বৃহস্পতিবার জম্মু ও কাশ্মীর পুলিশের তদন্তকারী সংস্থা (এসআইএ) দেশবিরোধী কার্যকলাপ প্রচারের অভিযোগে কাশ্মীর টাইমসের অফিসে অভিযান চালায়। তদন্তকারী সংস্থার একজন আধিকারিক জানিয়েছেন যে, দেশের স্বার্থবিরোধী কার্যকলাপকে প্রাধান্য দেওয়ার অভিযোগে সংবাদপত্রের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। অভিযানের সময় এসআইএ সংবাদপত্রের অফিস এবং কম্পিউটারে পুঙ্খানুপুঙ্খভাবে তল্লাশি চালায়। কাশ্মীর টাইমস এবং ভারত-বিরোধী প্রচারকদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। আগামী সময় তাদেরও জিজ্ঞাসাবাদ করা হতে পারে বলে জানিয়েছেন ওই আধিকারিক।
---------------
হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ