
ঢাকা, ২১ নভেম্বর, (হি.স.): ঢাকা-সহ বাংলাদেশের নানা প্রান্ত কাঁপিয়ে ভয়াবহ ভূমিকম্প। শুক্রবার সকাল ১০টা ৩৮ কয়েক সেকেন্ডের তীব্র ঝাঁকুনিতে আতঙ্ক ছড়িয়ে পড়ে রাজধানীজুড়ে। পুরনো ঢাকার বংশালে একটি ভবনের সানশেড ভেঙে তিন পথচারী-সহ মোট ৬ জনের মৃত্যু হয়েছে।
নারায়ণগঞ্জের রূপগঞ্জে ভূমিকম্পে দেওয়াল ধসে ১০ মাসের শিশুর মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। আহত হয়েছেন ৫০ জনেরও বেশি মানুষ। শিশুটির মা এবং এক প্রতিবেশীকেও হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। ভূমিকম্পের ফলে ঢাকার কসাইটুলি এলাকায় একটি বহুতলের রেলিং ধসে পড়ে। ওই সময় অনেকেই রাস্তা দিয়ে যাচ্ছিলেন, রেলিংয়ের ধ্বংসাবশেষ তাঁদের মাথার উপর পড়ে।
ভূমিকম্পে আতঙ্কিত হয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভবন থেকে লাফ দিয়ে গুরুতর আহত হয়েছেন অন্তত চার শিক্ষার্থী। সব মিলিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে অন্তত ১০ জন শিক্ষার্থীর আহত হওয়ার খবর পাওয়া গেছে। কয়েকজন হাসপাতালে ভর্তি হয়েছেন।
বাংলাদেশ আবহাওয়া অধিদফতর জানিয়েছে, ভূমিকম্পের মাত্রা ছিল ৫.৭। কেন্দ্রস্থল ঢাকার ৭০ কিলোমিটার দূরে নরসিংদীর মাধবদী। মার্কিন ইউএসজিএসের দাবি, রিখটার স্কেলে তীব্রতা ৫.৫; কেন্দ্র নরসিংদীর ঘোড়াশাল।
---------------
হিন্দুস্থান সমাচার / অশোক সেনগুপ্ত