
ঢাকা, ২১ নভেম্বর (হি.স.): কলকাতার সঙ্গে কেঁপে উঠল ঢাকাও। শুক্রবার সকালে ভূমিকম্পের জেরে বাংলাদেশের বাসিন্দাদের মধ্যে আতঙ্ক ছড়ায়। তবে ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। সূত্রের খবর, ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল বাংলাদেশের নরসিংদীর কিছু কিলোমিটার দূরে। ভূমিকম্পে কেঁপে ওঠে বাংলাদেশের চাঁদপুর, নীলফামারী, সীতাকুণ্ড, সিরাজগঞ্জ, নারায়ণগঞ্জ, পটুয়াখালী, বগুড়া, বরিশাল, মৌলভীবাজার প্রভৃতি জনপদ। আতঙ্কে ঢাকার বিভিন্ন এলাকার বাসিন্দারা বাড়ি ছেড়ে রাস্তায় নেমে আসেন। ভূমিকম্পটির মাত্রা ৫.৭ ছিল।
শুক্রবার সকাল ১০টা ৩৮ মিনিটে এই ভূকম্পন অনুভূত হয়। এতে রাজধানী ঢাকার বিভিন্ন অঞ্চলের বাসিন্দারা আতঙ্কিত হয়ে রাস্তায় নেমে আসে। মার্কিন যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা জানিয়েছে, ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল বাংলাদেশের নরসিংদী থেকে ১৪ কিলোমিটার দূরে। সেদেশের আবহাওয়া দফতরের সহকারী আবহাওয়াবিদ ফারজানা সুলতানা সংবাদমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, আজ সকাল ১০টা ৩৮ মিনিট ২৬ সেকেন্ডে ঢাকা-সহ দেশের বিভিন্ন এলাকায় ৫.৭ মাত্রার ভূমিকম্প অনুভূত হয়েছে। সবাইকে অনুরোধ করছি, আতঙ্কিত না হয়ে নিরাপদ স্থানে থাকুন।
উল্লেখ্য, এর আগে, চলতি বছরের ৫ মার্চ বাংলাদেশের রাজধানী ঢাকাতে ভূমিকম্প অনুভূত হয়েছিলো৷ রিখটার স্কেলে ভূমিকম্পের মাত্রা ছিলো ৫.৬।
---------------
হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ