৭৪তম মিস ইউনিভার্স প্রতিযোগিতায় বিজয়ী মেক্সিকোর ফাতিমা
ব্যাংকক, ২১ নভেম্বর (হি. স.) : মিস ইউনিভার্স ২০২৫-এর গ্র্যান্ড ফিনালে শেষ হয়েছে থাইল্যান্ডে , সারা বিশ্বের নজর এই উত্তেজনাপূর্ণ প্রতিযোগিতার দিকেই ছিল। ১৩০ টিরও বেশি দেশের প্রতিযোগীরা তাদের সৌন্দর্য, আত্মবিশ্বাস এবং দক্ষতা দিয়ে মঞ্চ আলোকিত করেছিল
৭৪তম মিস ইউনিভার্স প্রতিযোগিতায় বিজয়ী মেক্সিকোর ফাতিমা


ব্যাংকক, ২১ নভেম্বর (হি. স.) : মিস ইউনিভার্স ২০২৫-এর গ্র্যান্ড ফিনালে শেষ হয়েছে থাইল্যান্ডে , সারা বিশ্বের নজর এই উত্তেজনাপূর্ণ প্রতিযোগিতার দিকেই ছিল। ১৩০ টিরও বেশি দেশের প্রতিযোগীরা তাদের সৌন্দর্য, আত্মবিশ্বাস এবং দক্ষতা দিয়ে মঞ্চ আলোকিত করেছিলেন। তবে, এবার ভারতের মানিকা বিশ্বকর্মা শীর্ষ ১২-তে জায়গা করে নিতে ব্যর্থ হন। মেক্সিকোর ফাতিমা বশ জয়ী হয়ে, ৭৪তম মিস ইউনিভার্স ২০২৫-এর মুকুট জিতে নেন।

১০০-এর বেশি দেশের প্রতিযোগীদের মধ্যে নিজের উপস্থিতি, বুদ্ধিমত্তা ও মানবিকতার পরিচয়ে সবাইকে ছাপিয়ে গেলেন তিনি। এমনকি ছাপিয়ে গেলেন শৈশবের শারীরিক প্রতিবন্ধকতাকেও।

ফাতিমা মেক্সিকোর টাবাস্কো রাজ্যের ভিয়াহেরমোসা শহরের বাসিন্দা। শিশু বয়সে তাঁর ডিসলেক্সিয়া, ADHD ও হাইপারঅ্যাকটিভিটি ধরা পড়ে। কিন্তু তা বাধা হয়ে দাঁড়াতে পারেনি। দৃঢ়তার সঙ্গে এগিয়ে গিয়েছেন ফাতিমা। ২৫ বছরের ফাতিমা ফ্যাশন ও অ্যাপারেল ডিজাইনে স্নাতক। আরও উন্নত ফ্যাশন শিক্ষার জন্য পড়েছেন ইতালির মিলান শহরের একটি শিক্ষা প্রতিষ্ঠানে।

থাইল্যান্ডে আয়োজিত মহাসমারোহে ডেনমার্কের গতবারের মিস ইউনিভার্স ভিক্টোরিয়া কেয়ার থেইলভিগ ফাতিমার মাথায় বিজয়ীর মুকুট পরিয়ে দেন। ফাতিমার নাম ঘোষণার সঙ্গে সঙ্গে আনন্দে আপ্লুত হয়ে মঞ্চেই কেঁদে ফেলেন তিনি। ধন্যবাদ জানান ঈশ্বর জিশুকে।

এই প্রতিযোগিতায় প্রথম রানার আপ হন থাইল্যান্ডের বীনা প্রবীণার সিং। দ্বিতীয় রানার আপ হয়েছেন ভেনেজুয়েলার স্টেফেনি আবাসালি, আর তৃতীয় রানার আপ ফিলিপাইনের প্রতিযোগী মা আহতিসা মানালো। ভারতের হয়ে প্রতিনিধিত্ব করেছিলেন মণিকা বিশ্বকর্মা। এ বছর বিচারকদের মধ্যে ছিলেন ভারতের ব্যাডমিন্টন খেলোয়াড় সাইনা নেহওয়াল। অংশগ্রহণকারী দেশগুলির তালিকায় ছিল চিলি, কিউবা, কলম্বিয়া, মেক্সিকো, পুয়ের্তো রিকো, ভেনেজুয়েলা, চিন, ফিলিপাইন, থাইল্যান্ড, মাল্টা সহ আরও বহু দেশ।

হিন্দুস্থান সমাচার / সোনালি




 

 rajesh pande