
ওয়াশিংটন, ২২ নভেম্বর (হি.স.) : রাজনৈতিক বাকযুদ্ধের পর হোয়াইট হাউসে মুখোমুখি হলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও নিউইয়র্কের নবনির্বাচিত মেয়র জোহরান মামদানি। শেষ পর্যন্ত নির্বিঘ্নেই সম্পন্ন হয়েছে ডোনাল্ড ট্রাম্প ও জোহরান মামদানির সৌজন্য সাক্ষাৎ। শুক্রবারে (ভারতীয় সময় অনুসারে শনিবার ) এই সাক্ষাৎ ছিল সৌজন্যপূর্ণ । বৈঠক শেষে ট্রাম্প জানান, নিউইয়র্ককে “নিরাপদ ও শক্তিশালী” করতে মেয়রের পাশে থাকবে প্রশাসন।
মামদানিও বলেন, আলোচনার কেন্দ্রে ছিল নিউইয়র্কবাসীর জরুরি প্রয়োজন , রাজনৈতিক মতভেদ নয়। পরে ‘এক্স’-এ পোস্ট করে তিনি লেখেন, “পৃথিবীর সবচেয়ে ধনী শহরে ৫ জনে ১ জন ২.৯০ ডলারের ভাড়া দিতে পারে না। আমি প্রেসিডেন্টকে জানিয়েছি এই মানুষদের ফের কেন্দ্রস্থলে আনার সময় এসেছে।”
উল্লেখযোগ্য, ভোটের আগের দিন ট্রাম্প মামদানির জয়কে ‘সামাজিক–অর্থনৈতিক বিপর্যয়’ বলেছিলেন। মামদানিও ট্রাম্পের কঠোর অভিবাসন নীতিকে আক্রমণ করে তাঁকে নিজের ‘সবচেয়ে বড় রাজনৈতিক প্রতিপক্ষ’ বলেন।
শুক্রবারের বৈঠক ঘিরে প্রত্যাশা ছিল তীব্রতা বাড়বে। এই উত্তপ্ত আলোচনার মধ্যে, শুক্রবার (ভারতীয় সময় অনুসারে শনিবার ) হোয়াইট হাউসে অনুষ্ঠিত আলোচনার দিকে সকলের নজর ছিল। তবে, প্রত্যাশার বিপরীতে, দুই নেতার মধ্যে আলোচনা খুবই শান্ত এবং হালকা পরিবেশে শেষ হয়েছে।-
হিন্দুস্থান সমাচার / সৌমি বৈদ্য