ভুটানের প্রধানমন্ত্রী ঢাকায়, উষ্ণ অভ্যর্থনা ইউনূসের
ঢাকা, ২২ নভেম্বর (হি.স.): ভুটানের প্রধানমন্ত্রী শেরিং টোবগে শনিবার সকালে তিন দিনের সফরে ঢাকায় এসেছেন। সে দেশের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসের আমন্ত্রণে তাঁর এই ঢাকা সফর। শনিবার সকালে ভুটানের প্রধানমন্ত্রী হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁ
ভুটানের প্রধানমন্ত্রী ঢাকায়, উষ্ণ অভ্যর্থনা ইউনূসের


ঢাকা, ২২ নভেম্বর (হি.স.): ভুটানের প্রধানমন্ত্রী শেরিং টোবগে শনিবার সকালে তিন দিনের সফরে ঢাকায় এসেছেন। সে দেশের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসের আমন্ত্রণে তাঁর এই ঢাকা সফর। শনিবার সকালে ভুটানের প্রধানমন্ত্রী হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছলে তাঁকে স্বাগত জানান প্রধান উপদেষ্টা ইউনূস। বিমানবন্দরে তাঁকে লাল গালিচা সংবর্ধনা দেওয়া হয়।

ভুটানের প্রধানমন্ত্রী বিমানবন্দর থেকে সাভার স্মৃতিসৌধে মুক্তিযুদ্ধের শহীদদের প্রতি শ্রদ্ধা জানান। ভুটানের প্রধানমন্ত্রী শেরিং টোবগে সফরের প্রথম দিন প্রধান উপদেষ্টার সঙ্গে আনুষ্ঠানিক দ্বিপক্ষীয় বৈঠকে মিলিত হবেন। এছাড়া একই দিনে প্রতিনিধি পর্যায়ে বৈঠক অনুষ্ঠিত হবে। দ্বিপক্ষীয় বৈঠকে বাণিজ্য, বিনিয়োগ, যোগাযোগ, শিক্ষা, পর্যটন, সাংস্কৃতিক ও ক্রীড়া-সহ বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতার বিষয় আলোচনা হবে বলে আশা করা হচ্ছে। ভুটানের প্রধানমন্ত্রীর ঢাকা সফরকালে দুই দেশের মধ্যে তিনটি চুক্তি ও সমঝোতা স্মারক সই হতে পারে।

---------------

হিন্দুস্থান সমাচার / মৌমিতা




 

 rajesh pande