বায়ুদূষণে জেরবার রাজধানী দিল্লি, বাতাসের গুণগতমান উদ্বেগজনক স্তরে
নয়াদিল্লি, ২৩ নভেম্বর (হি.স.): বায়ুদূষণে জেরবার রাজধানী দিল্লি। টানা ১০ দিন দিল্লিতে বাতাসের গুণমান খুবই খারাপ। রবিবার সকালের দিকে দিল্লিতে এয়ার কোয়ালিটি ইন্ডেক্স ছিল ৩৮০। যা আগের দিনের চেয়ে আরও খারাপ। কিছু কিছু জায়গায় পরিস্থিতি আবার ভয়াবহ। রবিবা
বায়ুদূষণে জেরবার রাজধানী দিল্লি, বাতাসের গুণগতমান উদ্বেগজনক স্তরে


নয়াদিল্লি, ২৩ নভেম্বর (হি.স.): বায়ুদূষণে জেরবার রাজধানী দিল্লি। টানা ১০ দিন দিল্লিতে বাতাসের গুণমান খুবই খারাপ। রবিবার সকালের দিকে দিল্লিতে এয়ার কোয়ালিটি ইন্ডেক্স ছিল ৩৮০। যা আগের দিনের চেয়ে আরও খারাপ। কিছু কিছু জায়গায় পরিস্থিতি আবার ভয়াবহ। রবিবার সকালে জাহাঙ্গীরপুরীতে ৪৩৮ এবং আনন্দ বিহার-এর মতো বেশ কিছু এলাকায় এয়ার কোয়ালিটি ইন্ডেক্স ছিল ৪২৭।

দিল্লির পাশের এলাকা নয়ডা, গাজিয়াবাদেও পরিস্থিতি ভালো নয়। গাজিয়াবাদে বাতাসের গুণগতমান ছিল ৪২৬, যা ভয়াবহ। তাপমাত্রা কমার জন্য গোটা এলাকায় হালকা কুয়াশাও দেখা গিয়েছে। নয়ডায় এয়ার কোয়ালিটি ইন্ডেক্স ছিল ৩৯৬ এবং গ্রেটার নয়ডায় ৩৮০। যদিও গুরুগ্রাম (২৮৬) এবং ফরিদাবাদ (২২৮)-এ বাতাসের মান ছিল তুলনামূলকভাবে কিছুটা ভালো। আইটিও এলাকায় বাতাসের গুণমান ছিল ৩৮৪। দিল্লির আনন্দ বিহার এলাকায় বাতাসের গুণমানের সূচক রেকর্ড হয়েছে ৪২৯।

---------------

হিন্দুস্থান সমাচার / মৌমিতা




 

 rajesh pande