
জেরুজালেম ও নয়াদিল্লি, ২৩ নভেম্বর (হি.স.): ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর সঙ্গে সাক্ষাৎ করলেন কেন্দ্রীয় বাণিজ্য মন্ত্রী পীযূষ গোয়েল। সাক্ষাতের কথা জানিয়ে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন নেতানিয়াহু নিজেই। তিনি লিখেছেন, ভারত ও ইজরায়েলের কৌশলগত অংশীদারিত্ব আরও শক্তিশালী হচ্ছে। আরও বেশি বিনিয়োগ, আরও উদ্ভাবন। একসঙ্গে নতুন অর্থনৈতিক শক্তি হয়ে উঠছি আমরা।
ভারতের কেন্দ্রীয় বাণিজ্য মন্ত্রী পীযূষ গোয়েল এই সাক্ষাৎ প্রসঙ্গে সোশ্যাল মিডিয়ায় জানান, ইজরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহুর সঙ্গে দেখা করতে পেরে সম্মানিত বোধ করছি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির শুভেচ্ছা তাঁকে জানিয়েছি।
উল্লেখ্য, কেন্দ্রীয় মন্ত্রী পীযূষ গোয়েল রবিবার ইজরায়েলের জেরুজালেমে সে দেশের রাষ্ট্রপতি আইজ্যাক হার্জোগের সঙ্গেও দেখা করেন।
হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ