চন্ডীগড় পঞ্জাবের ছিল ও থাকবেও : অরবিন্দ কেজরিওয়াল
নয়াদিল্লি, ২৩ নভেম্বর (হি.স.): কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে সুর চড়ালেন আম আদমি পার্টির প্রধান অরবিন্দ কেজরিওয়াল। রবিবার সকালে এক্স মাধ্যমে কেজরিওয়াল লিখেছেন, সাংবিধানিক সংশোধনীর মাধ্যমে চণ্ডীগড়ের ওপর থেকে পঞ্জাবের অধিকার কেড়ে নেওয়ার বিজেপি-নেতৃত্
এক্স মাধ্যমে তোপ কেজরিওয়ালের


নয়াদিল্লি, ২৩ নভেম্বর (হি.স.): কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে সুর চড়ালেন আম আদমি পার্টির প্রধান অরবিন্দ কেজরিওয়াল। রবিবার সকালে এক্স মাধ্যমে কেজরিওয়াল লিখেছেন, সাংবিধানিক সংশোধনীর মাধ্যমে চণ্ডীগড়ের ওপর থেকে পঞ্জাবের অধিকার কেড়ে নেওয়ার বিজেপি-নেতৃত্বাধীন কেন্দ্রীয় সরকারের প্রচেষ্টা কোনও সহজ পদক্ষেপ নয়, বরং পঞ্জাবের পরিচয় এবং সাংবিধানিক অধিকারের ওপর সরাসরি আক্রমণ। যুক্তরাষ্ট্রীয় কাঠামোকে ক্ষুন্ন করার এবং পঞ্জাবিদের তাঁদের অধিকার থেকে বঞ্চিত করার এই মানসিকতা অত্যন্ত বিপজ্জনক।

কেজরিওয়াল এক্স-এ আরও লিখেছেন, যে পঞ্জাব সর্বদা দেশের নিরাপত্তা, খাদ্য, জল এবং মানবতার জন্য ত্যাগ স্বীকার করেছে, এখন নিজস্ব অংশ থেকে বঞ্চিত হচ্ছে। এটি কেবল একটি প্রশাসনিক সিদ্ধান্ত নয়; এটি পঞ্জাবের আত্মার ওপর আক্রমণ। ইতিহাস সাক্ষী, পাঞ্জাবিরা কখনও কোনও স্বৈরাচারী শাসকের সামনে মাথা নত করেনি। পঞ্জাব এখনও মাথা নত করবে না। চণ্ডীগড় পঞ্জাবের ছিল এবং তাই থাকবে।

---------------

হিন্দুস্থান সমাচার / মৌমিতা




 

 rajesh pande