
হাফলং (অসম), ২৩ নভেম্বর (হি.স.) : অসমে মিয়াঁদের নিয়ে রাজনীতি করে যাবে বিজেপি। দল মজবুত অবস্থানে আছে, হাফলঙে দলের সাংগঠনিক কার্যক্রমে এসে সাংবাদিকদের সঙ্গে বার্তালাপে বলেছেন অসম প্রদেশ বিজেপি সভাপতি দিলীপ শইকিয়া।
আসন্ন রাজ্য বিধানসভা নির্বাচনকে সামনে রেখে আজ রবিবার সাংগঠনিক কার্যক্রমে বিজেপির সর্বভারতীয় সাধারণ সম্পাদক (সাংগঠনিক) রবীন্দ্র রাজুকে সঙ্গে নিয়ে দুদিনের ডিমা হাসাও জেলা সফরে এসেছেন অসম প্রদেশ বিজেপি সভাপতি দিলীপ শইকিয়া। হাফলঙে অটলবিহারী বাজপেয়ী ভবনে ডিমা হাসাও জেলা বিজেপি, মণ্ডল বিজেপি সহ দলের সর্বস্তরের কাৰ্যকর্তাদের সঙ্গে সাংগঠনিক সভা করেছেন তাঁরা।
সভা শেষে বাইরে এসে উপস্থিত সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে বিজেপির প্রদেশ সভাপতি দিলীপ শইকিয়া বলেন, ‘অসমে মিয়াঁদের (বাংলাদেশি মুসলমান) নিয়ে বিজেপির রাজনীতি চলবে এবং এই রাজনীতি আরও শক্তিশালীভাবে চলবে।’ তিনি বলেন, ‘মিয়াঁরা আমাদের সংস্কৃতিকে প্ৰত্যাহ্বান জানিয়ে যেভাবে আধ্যাত্মিক তথা উপাসনাস্থল, ঐতিহাসিক, ধৰ্মীয় স্থানগুলি দখল করছে, জনসংখ্যা বৃদ্ধি করে ভূমিপুত্রদের রাজনৈতিক, অৰ্থনৈতিক, সামাজিক, আধ্যাত্মিক, সংস্কৃতিকে সংকটের মুখে ফেলছে। মিয়াঁরা আমাদের কম কষ্ট দিচ্ছে না।’
দিলীপ বলেন, ‘এই কষ্ট দেওয়ার মূল শক্তি হচ্ছে কংগ্ৰেস এবং মিয়াঁদের পক্ষালম্বনকারী অন্য দল।’ তিনি বলেন, বিজেপি সব সময় মিয়াঁদের বিরুদ্ধে এবং ভবিষ্যতেও থাকবে। লাচিত বড়ফুকন মুঘলদের ১৭ বার পরাজিত করেছিলেন। ‘আমি শেষ রক্ত বিন্দু থাকা পর্যন্ত রাজনীতি নয়, অস্মিতা সভ্যতা রক্ষার জন্য সব সময় আগে থাকব।’ বলেন দিলীপ শইকিয়া।
কংগ্ৰেস জনজাতিদের জন্য কী করেছে? সে সম্পর্কে প্রদেশ কংগ্রেস সভাপতি গৌরব গগৈকে শ্বেতপত্ৰ প্রকাশ করার চ্যালেঞ্জ জানিয়ে তিনি বলেন, কংগ্ৰেস ৫৫ বছর শাসনে থেকে জনজাতিদের শুধু শোষণ করে গেছে। প্রদেশ সভাপতি কংগ্ৰেস এবং গৌরব গগৈয়ের কঠোর সমালোচনা করে বলেন, অসমে কংগ্ৰেসের অবস্থা অত্যন্ত শোচনীয়। পঞ্চায়েত নির্বাচন থেকে শুরু করে রাভা-হাসং স্বশাসিত পরিষদের নির্বাচন, বিটিসি নির্বাচন এবং বিহালি উপ-নির্বাচনে শোচনীয় পরাজয় ঘটেছে কংগ্রেসের। সর্বশেষ বিটিসি নির্বাচনে কংগ্ৰেসের ভোটের হার ১.৫ শতাংশে নেমে এসেছে বলে মন্তব্য করে বিজেপির প্রদেশ সভাপতি বলেন, কংগ্রেসের এই শোচনীয় পরাজয় নিয়ে গৌরব গগৈয়ের আত্মবিশ্লেষণ করা উচিত।
শইকিয়া বলেন, অসমে আর কংগ্রেসের ক্ষমতায় আসার কোনও সম্ভাবনা নেই। কংগ্ৰেস অসমে পুনরায় শাসনে ফিরবে তা গৌরব গগৈয়ের অলীক স্বপ্ন বলে কটাক্ষ করেন তিনি। তিনি বলেন, অসমের সবচেয়ে বড় শত্ৰু হচ্ছে কংগ্ৰেস।
অসম প্রদেশ বিজেপি সভাপতি বলেন, বিধানসভা নিৰ্বাচন সমাগত। আগামী তিনি-চার মাস পর রাজ্যে বিধানসভা নিৰ্বাচন অনুষ্ঠিত হবে। আসন্ন নিৰ্বাচনের প্ৰস্তুতি নিয়ে দলীয় কার্যকর্তাদের সঙ্গে সাংগঠনিক বৈঠকে অংশ নিতে আজ তিনি ডিমা হাসাও জেলায় এসেছেন।
বিজেপির সৰ্বস্তরের কার্যকৰ্তাদের সঙ্গে বৈঠকে মিলিত হয়ে আগামী বিধানসভা নিৰ্বাচনের প্রস্তুতি নিয়ে তাঁরা আলোচনা করেছেন বলে জানান। দিলীপ বলেন, ডিমা হাসাও জেলায় ট্রিপল ইঞ্জিনের সরকারের আমলে বহু উন্নয়নমূলক কাজ হয়েছে। উন্নয়নমূলক এই সব কাজকর্মের খতিয়ান জনগণের কাছে নিয়ে যেতে দলীয় কার্যকর্তাদের নির্দেশ দেওয়া হয়েছে বলে জানিয়ে তিনি বলেন, ডিমা হাসাও জেলায় উত্তর কাছাড় পার্বত্য স্বশাসিত পরিষদ যথেষ্ঠ উন্নয়নমূলক কাজ করেছে। যোগাযোগ ব্যবস্থা থেকে শুরু করে শিক্ষা, স্বাস্থ্য, সবক্ষেত্ৰই কাজ হয়েছে।
পাহাড়ি এই জেলায় শান্তি এবং সমন্বয় স্থাপনের জন্য উগ্ৰপন্থী সংগঠনগুলিকে আলোচনার টেবিলে নিয়ে আসা হয়েছে। আলোচনা চলছে এবং শান্তি প্ৰতিষ্ঠার জন্য প্ৰচেষ্টা অব্যাহত রয়েছে। যার দরুন উন্নয়নে গতি এসেছে, বলেন দিলীপ শইকিয়া। ডিমা হাসাও জেলা বিজেপিতে নেতা এবং কার্যকর্তাদের মধ্যে কোনও ধরনের মতপার্থক্য বা বিভাজন নেই বলে দাবি করেন প্রদেশ সভাপতি।
আজ বিজেপির সাংগঠনিক সভায় দলের বিভিন্ন স্তরের পদাধিকারী, কার্যকর্তা সহ অংশগ্রহণ করেছেন উত্তর কাছাড় পার্বত্য স্বশাসিত পরিষদের মুখ্য কার্যনির্বাহী সদস্য (সিইএম) দেবোলাল গার্লোসা, জেলা বিজেপি সভাপতি ধৃতি থাওসেন, রাজ্যের পরিষদীয় মন্ত্রী নন্দিতা গার্লোসা প্রমুখ।
হিন্দুস্থান সমাচার / বিশাখা দেব