
বীরভূম, ২৪ নভেম্বর (হি.স.): ওজনে কারচুপির অভিযোগে তুলে কিষান মান্ডিতে বিক্ষোভ দেখালেন চাষিদের একাংশ। পাশাপাশি সরকারি আধিকারিককে হেনস্থার অভিযোগ উঠেছে চাষিদের একাংশের বিরুদ্ধে। সোমবার দুপুরে বোলপুর কিষান মান্ডির ঘটনা।
গত কয়েকদিন ধরে কিষান মান্ডিতে ধান কেনাবেচা চলছে। প্রতিদিনের মতো এ দিনও বিভিন্ন এলাকা থেকে ধান বিক্রির জন্য কিষান মান্ডিতে নিয়ে এসেছিলেন চাষিরা। তাঁদের অভিযোগ, ধান বিক্রি করতে এসে তাঁরা দেখেন ওজনে চার থেকে পাঁচ কেজি কারচুপি করা হচ্ছিল।
এরপরই ক্ষোভে ফেটে পড়েন চাষিদের একাংশ। তাঁরা কিষান মান্ডির সামনে বিক্ষোভ দেখাতে থাকেন। বিক্ষোভকারীরা কিষান মান্ডিতে থাকা এক কৃষি আধিকারিককে হেনস্থা করা হয় বলেও অভিযোগ। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি সামাল দেয়।
---------------
হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ