অসমে সংখ্যালঘু-চালিত স্কুলগুলির ফি-র ওপর নজর রাখা সহ কয়েকটি সিদ্ধান্তে অনুমোদন ক্যাবিনেটে
গুয়াহাটি, ২৩ নভেম্বর (হি.স.) : অসমে সংখ্যালঘু-চালিত শিক্ষা প্রতিষ্ঠানগুলিকে ফি মনিটরিঙের আওতায় আনা সহ আরও কয়েকটি সিদ্ধান্তে অনুমোদন দিয়েছে রাজ্য মন্ত্রিসভা। আজ রবিবার মুখ্যমন্ত্ৰী হিমন্তবিশ্ব শৰ্মার পৌরোহিত্যে অনুষ্ঠিত হয়েছে রাজ্য মন্ত্রিসভার সা
মুখ্যমন্ত্ৰী হিমন্তবিশ্ব শৰ্মা


গুয়াহাটি, ২৩ নভেম্বর (হি.স.) : অসমে সংখ্যালঘু-চালিত শিক্ষা প্রতিষ্ঠানগুলিকে ফি মনিটরিঙের আওতায় আনা সহ আরও কয়েকটি সিদ্ধান্তে অনুমোদন দিয়েছে রাজ্য মন্ত্রিসভা।

আজ রবিবার মুখ্যমন্ত্ৰী হিমন্তবিশ্ব শৰ্মার পৌরোহিত্যে অনুষ্ঠিত হয়েছে রাজ্য মন্ত্রিসভার সাপ্তাহিক বৈঠক। বৈঠক শেষে আয়োজিত সাংবাদিক সম্মেলনে মন্ত্রিসভায় গৃহীত সিদ্ধান্তগুলির নির্যাস দিতে গিয়ে মুখ্যমন্ত্রী ড. শর্মা জানান, রাজ্য সরকার সংখ্যালঘু-চালিত শিক্ষা প্রতিষ্ঠানগুলিকে ফি মনিটরিং কাঠামোর আওতায় আনবে। এই সিদ্ধান্ত রাজ্যে শিক্ষাক্ষেত্রে সংস্কারের একটি অংশ।

মুখ্যমন্ত্ৰী ড. শর্মা বলেন, মন্ত্রিসভা শিক্ষা প্রতিষ্ঠানের প্রাদেশিকীকরণ সংক্রান্ত সংশোধনী বিল পাশ হয়েছে। এর ফলে কয়েক হাজার শিক্ষকের পদ সরকারি প্রাদেশিকীকরণের আওতায় আনার পথ প্রশস্ত হয়েছে। এই পদক্ষেপের লক্ষ্য রাজ্যের শিক্ষাগত পরিকাঠামোকে শক্তিশালী করা এবং অসম জুড়ে শিক্ষক-কর্মীদের চাকরির নিরাপত্তা প্রদান।

এছাড়, গুয়াহাটির অদূরে পলাশবাড়িতে আজিম প্রেমজি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। এই উচ্চশিক্ষা প্রতিষ্ঠানটি ইন্ডিয়ান ইনস্টিটিউট অব ম্যানেজমেন্ট (আইআইএম)-এর কাজ করবে। প্রস্তাবিত আজিম প্রেমজি বিশ্ববিদ্যালয়কে একটি মানবহিতৈষী বেসরকারি প্রতিষ্ঠান হিসেবে বর্ণনা করেছেন মুখ্যমন্ত্রী। উত্তর-পূর্বাঞ্চলে উচ্চ শিক্ষা ও গবেষণার অগ্রগতিতে প্ৰস্তাবিত বিশ্ববিদ্যালয়টি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে আশা করছেন মুখ্যমন্ত্ৰী।

প্রস্তাব অনুসারে আজিম প্রেমজি ফাউন্ডেশন প্রাথমিকভাবে ১,১০০ কোটি থেকে ১,২০০ কোটি টাকার মধ্যে বিনিয়োগ করবে বলে আশা করা হচ্ছে। পরবর্তী পর্যায়ে বিনিয়োগকে প্রায় ১,৭০০ কোটি টাকায় প্রসারিত করার পরিকল্পনা রয়েছে, জানান মুখ্যমন্ত্ৰী ড. শৰ্মা৷

হিন্দুস্থান সমাচার / সমীপ কুমার দাস




 

 rajesh pande