
শ্রীনগর, ২৩ নভেম্বর (হি.স.): কনকনে ঠান্ডায় কাঁপছে কাশ্মীর উপত্যকা। এই মরশুমের শীতলতম রাত কাটালো শ্রীনগর। শনিবার রাতে শ্রীনগরে সর্বনিম্ন তাপমাত্রা ছিল মাইনাস ২.৮ ডিগ্রি সেলসিয়াস। শুধুমাত্র শ্রীনগর নয়, কাশ্মীরের নানা স্থানেই হিমাঙ্কের নীচে নেমেছে সর্বনিম্ন তাপমাত্রা।
পহেলগামে শনিবার রাতে সর্বনিম্ন তাপমাত্রা ছিল মাইনাস ৩.৫ ডিগ্রি সেলসিয়াস, শোপিয়ানে মাইনাস ৪.৭ ডিগ্রি সেলসিয়াস, পুলওয়ামায় মাইনাস ৪.৪ ডিগ্রি সেলসিয়াস। এই মুহূর্তে কনকনে ঠান্ডায় কাঁপছে পর্যটকদের অন্যতম প্রিয় স্থান গুলমার্গও। জম্মুতেও ধীরে ধীরে ঠান্ডা বাড়ছে। আবহাওয়া দফতর জানিয়েছে, আগামী কিছু দিন জম্মু ও কাশ্মীরের আবহাওয়া মূলত শুষ্ক থাকবে। ডিসেম্বরের শুরুতে তুষারপাত হতে পারে। তুষারপাতের পর ফের শুষ্ক হয়ে উঠবে জম্মু ও কাশ্মীরের আবহাওয়া।
---------------
হিন্দুস্থান সমাচার / মৌমিতা