
নয়াদিল্লি, ২৩ নভেম্বর (হি.স.): লোকসভার অধ্যক্ষ ওম বিড়লাকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। রবিবার সকালে এক্স মাধ্যমে প্রধানমন্ত্রী মোদী জানান, লোকসভার অধ্যক্ষ ওম বিড়লা জি-কে জন্মদিনের শুভেচ্ছা। তিনি সংসদে শান্তভাবে নেতৃত্ব প্রদান এবং সবাইকে নিয়ে ঐক্যবদ্ধভাবে চলার জন্য পরিচিত।
প্রধানমন্ত্রী মোদী আরও জানান, আইন প্রণয়ন প্রক্রিয়া জোরদার, গঠনমূলক আলোচনায় উৎসাহিত করা এবং সংসদের মর্যাদা অক্ষুন্ন রাখার প্রতি তাঁর অঙ্গীকারের জন্য ব্যাপকভাবে সম্মানিত। তিনি সংসদকে উৎপাদনশীল এবং জনকেন্দ্রিক করে তোলার জন্য অক্লান্ত পরিশ্রম করেছেন। দেশের সেবায় তাঁর দীর্ঘ ও সুস্থ জীবন কামনা করি।
---------------
হিন্দুস্থান সমাচার / মৌমিতা