বিশ্বের কাছে নির্ভরযোগ্য অংশীদার হিসেবে আবির্ভূত হচ্ছে ভারত : পীযূষ গোয়েল
জেরুজালেম ও নয়াদিল্লি, ২৩ নভেম্বর (হি.স.): বিশ্বের কাছে এখন বিশ্বস্ত বন্ধু ও নির্ভরযোগ্য অংশীদার হিসেবে আবির্ভূত হচ্ছে ভারত। এমনটাই দাবি করলেন কেন্দ্রীয় মন্ত্রী পীযূষ গোয়েল। তিনি বলেন, বিভিন্ন দেশের সঙ্গে আমাদের সম্পর্ক উন্নত এবং ক্রমবর্ধমান হচ্ছে
পীযূষ গোয়েল


জেরুজালেম ও নয়াদিল্লি, ২৩ নভেম্বর (হি.স.): বিশ্বের কাছে এখন বিশ্বস্ত বন্ধু ও নির্ভরযোগ্য অংশীদার হিসেবে আবির্ভূত হচ্ছে ভারত। এমনটাই দাবি করলেন কেন্দ্রীয় মন্ত্রী পীযূষ গোয়েল। তিনি বলেন, বিভিন্ন দেশের সঙ্গে আমাদের সম্পর্ক উন্নত এবং ক্রমবর্ধমান হচ্ছে। অনেক মুক্ত বাণিজ্য চুক্তি চূড়ান্ত হচ্ছে। সবাই বুঝতে পারছে, ভারতের সঙ্গে সম্পর্ক বৃদ্ধিতে উভয় দেশেরই লাভ রয়েছে। ভারতের তরুণদের মধ্যে ভালো দক্ষতা এবং ভালো গুণাবলী রয়েছে।

জেরুজালেম সফর প্রসঙ্গে রবিবার পীযূষ গোয়েল বলেন, অনেক উৎসাহ আছে। আমরা বেশ কয়েকজন মন্ত্রীর সঙ্গে কথা বলেছি এবং তাঁদের কৃষিমন্ত্রী কৃষি ক্ষেত্রে প্রযুক্তি নিয়ে একসঙ্গে কাজ করার ইচ্ছা প্রকাশ করেছেন। সীমিত জমি, সীমিত তহবিল এবং সীমিত জল থাকা সত্ত্বেও, ইজরায়েলের কৃষি ক্ষেত্র উল্লেখযোগ্য সাফল্য অর্জন করেছে, তা থেকে আমরা উপকৃত হতে পারি।

---------------

হিন্দুস্থান সমাচার / মৌমিতা




 

 rajesh pande