শান্তি, প্রেম ও নিঃস্বার্থ সেবার প্রতীক ছিলেন সত্য সাই বাবা : উপরাষ্ট্রপতি
পুট্টাপার্থী, ২৩ নভেম্বর (হি.স.): উপরাষ্ট্রপতি সি পি রাধাকৃষ্ণণ রবিবার অন্ধ্রপ্রদেশের পুট্টাপার্থীর এসএসএস হিল ভিউ স্টেডিয়ামে শ্রী সত্য সাই বাবার শতবর্ষ উদযাপন অনুষ্ঠানে যোগ দেন। অনুষ্ঠানে ভাষণ দিতে গিয়ে উপ-রাষ্ট্রপতি শ্রী সত্য সাই বাবাকে শান্তি,
উপ-রাষ্ট্রপতি


পুট্টাপার্থী, ২৩ নভেম্বর (হি.স.): উপরাষ্ট্রপতি সি পি রাধাকৃষ্ণণ রবিবার অন্ধ্রপ্রদেশের পুট্টাপার্থীর এসএসএস হিল ভিউ স্টেডিয়ামে শ্রী সত্য সাই বাবার শতবর্ষ উদযাপন অনুষ্ঠানে যোগ দেন। অনুষ্ঠানে ভাষণ দিতে গিয়ে উপ-রাষ্ট্রপতি শ্রী সত্য সাই বাবাকে শান্তি, প্রেম এবং নিঃস্বার্থ সেবার বিশ্বব্যাপী প্রতীক হিসেবে বর্ণনা করেন। তিনি উল্লেখ করেন, বাবার বাণী ‘সকলকে ভালোবাসো, সকলের সেবা করো’ এবং ‘সর্বদা সাহায্য করো, কখনও কষ্ট দিও না’ বিশ্বজুড়ে মানুষকে অনুপ্রাণিত করে চলেছে।

তিনি বলেন, শ্রী সত্য সাই বাবা জাতি, ধর্ম এবং জাতীয়তার বাধা অতিক্রম করে মানবতার উন্নয়নে নিজের জীবন উৎসর্গ করেছিলেন এবং সত্য, ধার্মিকতা, শান্তি, প্রেম এবং অহিংসার মূল্যবোধকে অক্ষুন্ন রেখেছিলেন। সংঘাত ও অনিশ্চয়তায় ভরা আজকের পৃথিবীতে, বাবার সম্প্রীতি ও ত্যাগের আহ্বান আরও বেশি তাৎপর্যপূর্ণ। উপরাষ্ট্রপতি স্বাস্থ্যসেবা, শিক্ষা এবং সমাজকল্যাণ, বিনামূল্যে মূল্যবোধ-ভিত্তিক শিক্ষা, গ্রামীণ স্বাস্থ্যসেবা এবং বিভিন্ন মানবিক উদ্যোগ সহ স্বাস্থ্যসেবা, শিক্ষা এবং সমাজকল্যাণে গুরুত্বপূর্ণ অবদানের জন্য শ্রী সত্য সাই সেন্ট্রাল ট্রাস্টের প্রশংসা করেন। অনুষ্ঠানে অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী এন. চন্দ্রবাবু নাইডু উপস্থিত ছিলেন।

---------------

হিন্দুস্থান সমাচার / মৌমিতা




 

 rajesh pande