২৪ নভেম্বর সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি পদে শপথ নেবেন সূর্যকান্ত
নয়াদিল্লি, ২৩ নভেম্বর (হি.স.): বিচারপতি সূর্যকান্ত সুপ্রিম কোর্টের পরবর্তী প্রধান বিচারপতি হচ্ছেন। সোমবার শীর্ষ আদালতের প্রধান বিচারপতি হিসেবে শপথ নেবেন বিচারপতি সূর্যকান্ত। বিচারপতি সূর্যকান্ত হবেন দেশের ৫৩ তম প্রধান বিচারপতি। তিনি প্রধান বিচারপতি
২৪ নভেম্বর সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি পদে শপথ নেবেন সূর্যকান্ত


নয়াদিল্লি, ২৩ নভেম্বর (হি.স.): বিচারপতি সূর্যকান্ত সুপ্রিম কোর্টের পরবর্তী প্রধান বিচারপতি হচ্ছেন। সোমবার শীর্ষ আদালতের প্রধান বিচারপতি হিসেবে শপথ নেবেন বিচারপতি সূর্যকান্ত। বিচারপতি সূর্যকান্ত হবেন দেশের ৫৩ তম প্রধান বিচারপতি। তিনি প্রধান বিচারপতি বি আর গাভাইয়ের স্থলাভিষিক্ত হবেন।

হরিয়ানার হিসার থেকে দেশের সর্বোচ্চ বিচারবিভাগীয় পদে উন্নীত হওয়া বিচারপতি সূর্যকান্তের গল্প খুবই অনুপ্রেরণাদায়ক। একজন সাধারণ পরিবার থেকে আসা এই বিচারপতি তাঁর কঠোর পরিশ্রম, সততা এবং ন্যায়বিচারের প্রতি আবেগ দিয়ে সুপ্রিম কোর্টে পা রাখেন। ২০২৭ সালের ফেব্রুয়ারি পর্যন্ত সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি পদে তিনি অধিষ্ঠিত থাকবেন।

আইনের শিক্ষাপ্রতিষ্ঠান থেকে সুপ্রিম কোর্ট পর্যন্ত তাঁর যাত্রা সংগ্রাম, নিষ্ঠা এবং ন্যায়বিচারের অঙ্গীকারে পরিপূর্ণ। ওকালতির ক্ষেত্রে নিজের দক্ষতার কারণে তিনি পঞ্জাব ও হরিয়ানা হাই কোর্টের অ্যাডভোকেট জেনারেল নিযুক্ত হন। ২০০৪ সালে তিনি একজন বিচারক নিযুক্ত হন এবং পরে হিমাচল প্রদেশ হাইকোর্টের প্রধান বিচারপতি হন। তাঁর স্পষ্ট চিন্তাভাবনা, নিরপেক্ষ রায় এবং সুবিবেচক দৃষ্টিভঙ্গি তাঁকে সুপ্রিম কোর্টে নিয়ে যায়।

---------------

হিন্দুস্থান সমাচার / মৌমিতা




 

 rajesh pande