চণ্ডীগড় পঞ্জাবের একটি অবিচ্ছেদ্য অংশ : সুনীল জাখার
চন্ডীগড়, ২৩ নভেম্বর (হি.স.): চণ্ডীগড় পঞ্জাবের একটি অবিচ্ছেদ্য অংশ, এমনটাই দাবি করলেন পঞ্জাবের বিজেপি সভাপতি সুনীল জাখার। রবিবার এক্স মাধ্যমে তিনি জানান, চণ্ডীগড় পঞ্জাবের একটি অবিচ্ছেদ্য অংশ এবং পঞ্জাব বিজেপি রাজ্যের স্বার্থের সঙ্গে দৃঢ়ভাবে দাঁড
সুনীল জাখার


চন্ডীগড়, ২৩ নভেম্বর (হি.স.): চণ্ডীগড় পঞ্জাবের একটি অবিচ্ছেদ্য অংশ, এমনটাই দাবি করলেন পঞ্জাবের বিজেপি সভাপতি সুনীল জাখার। রবিবার এক্স মাধ্যমে তিনি জানান, চণ্ডীগড় পঞ্জাবের একটি অবিচ্ছেদ্য অংশ এবং পঞ্জাব বিজেপি রাজ্যের স্বার্থের সঙ্গে দৃঢ়ভাবে দাঁড়িয়ে আছে, তা চণ্ডীগড়ের সমস্যা হোক বা পঞ্জাবের জলের সমস্যা। চণ্ডীগড় নিয়ে যে কোনও বিভ্রান্তি তৈরি হয়েছে তা সরকারের সঙ্গে আলোচনা করে সমাধান করা হবে। একজন পঞ্জাবি হিসেবে আমি আশ্বস্ত করছি, আমাদের জন্য, পঞ্জাব সর্বোপরি।

উল্লেখ্য, এর আগে রবিবারই কেন্দ্রের বিরুদ্ধে সুর চড়িয়ে আম আদমি পার্টির প্রধান অরবিন্দ কেজরিওয়াল এক্স মাধ্যমে জানান, যে পঞ্জাব সর্বদা দেশের নিরাপত্তা, খাদ্য, জল এবং মানবতার জন্য ত্যাগ স্বীকার করেছে, এখন নিজস্ব অংশ থেকে বঞ্চিত হচ্ছে। এটি কেবল একটি প্রশাসনিক সিদ্ধান্ত নয়; এটি পঞ্জাবের আত্মার ওপর আক্রমণ। ইতিহাস সাক্ষী, পাঞ্জাবিরা কখনও কোনও স্বৈরাচারী শাসকের সামনে মাথা নত করেনি। পঞ্জাব এখনও মাথা নত করবে না। চণ্ডীগড় পঞ্জাবের ছিল এবং তাই থাকবে।

---------------

হিন্দুস্থান সমাচার / মৌমিতা




 

 rajesh pande