আত্মবিশ্বাসী থাকুন, জয় অনিবার্য, মন্তব্য টিভিকে প্রধান বিজয়ের
কাঞ্চিপুরম, ২৩ নভেম্বর (হি.স.): আত্মবিশ্বাসী থাকুন, জয় অনিবার্য, বললেন টিভিকে প্রধান তথা দক্ষিণী অভিনেতা বিজয়। রবিবার তামিলনাড়ুর কাঞ্চিপুরম জেলার তিনটি তালুকের মনোনীত দলীয় কর্মী এবং সমর্থকদের সঙ্গে একটি রুদ্ধদ্বার বৈঠক করেছেন বিজয়। তিনি বলেন, কাঞ
টিভিকে প্রধান বিজয়


কাঞ্চিপুরম, ২৩ নভেম্বর (হি.স.): আত্মবিশ্বাসী থাকুন, জয় অনিবার্য, বললেন টিভিকে প্রধান তথা দক্ষিণী অভিনেতা বিজয়। রবিবার তামিলনাড়ুর কাঞ্চিপুরম জেলার তিনটি তালুকের মনোনীত দলীয় কর্মী এবং সমর্থকদের সঙ্গে একটি রুদ্ধদ্বার বৈঠক করেছেন বিজয়। তিনি বলেন, কাঞ্চিপুরম হল প্রাক্তন মুখ্যমন্ত্রী আন্নাদুরাইয়ের ভূমি। ডিএমকে আমাদের টিভিকে দলের বিরুদ্ধে ব্যক্তিগত প্রতিহিংসা পোষণ করে। আমরা এই ধরণের ক্ষোভ পোষণ করি না, তবে আমরা তাঁদের জিজ্ঞাসা করব, কারণ তাঁরা সেইসব লোকজনের সঙ্গেই প্রতারণা করেছে, যারা তাঁদের ওপর আস্থা রেখে ভোট দিয়েছিল। তাঁদের কর্মকাণ্ড নাটক ছাড়া আর কিছুই নয়। আমরা এই বিষয়ে চুপ করে থাকব না। কাঞ্চিপুরমের সঙ্গে আমাদের একটি স্বাভাবিক সম্পর্ক রয়েছে, কারণ আমাদের প্রথম জন-প্রচার এই জেলারই পারান্দুরে শুরু হয়েছিল।

বিজয় আরও বলেন, আমার উদ্দেশ্য হলো সকল মানুষকে সমানভাবে সেবা করা। আমরা জাতি ভিত্তিক জনগণনার দাবি করেছি, ওয়াকফ আইনের বিরোধিতা করেছি এবং প্রথম পক্ষ হিসেবে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছি এবং আমরা সিএএ-রও তীব্র বিরোধিতা করেছি। তবে ডিএমকে-র আদর্শ দুর্নীতি। তাঁদের নিজস্ব দলের ভেতরে কী ঘটছে তা একবার ভাবুন। আমরা এখনও পূর্ণ শক্তিতে ডিএমকে-র বিরোধিতা শুরু করিনি; তাঁরা ইতিমধ্যেই কাঁপছে।

আত্মবিশ্বাসের সঙ্গে বিজয় বলেন, আমরা এই সরকারে পরিবর্তন আনার স্পষ্ট উদ্দেশ্য নিয়ে এখানে এসেছি। আত্মবিশ্বাসী থাকুন, জয় অনিবার্য।

---------------

হিন্দুস্থান সমাচার / মৌমিতা




 

 rajesh pande