
কাংড়া, ২৩ নভেম্বর (হি.স.): হিমাচল প্রদেশের কাংড়ায় নিজের শহরে ফিরিয়ে আনা হল দুবাইয়ের এয়ার শো-তে দুর্ঘটনাগ্রস্ত ভারতীয় যুদ্ধবিমান তেজসের পাইলট উইং কমান্ডার নমন স্যালের দেহ। রবিবার দুবাই থেকে উড়িয়ে প্রথমে তাঁর দেহাবশেষ আনা হয় তামিলনাড়ুর সুলুর বায়ুসেনা ঘাঁটিতে। সেখানে তাঁর উদ্দেশে শ্রদ্ধাজ্ঞাপন করেন দক্ষিণ এয়ার কমান্ডের আধিকারিকেরা। তার পর দেহাবশেষ হিমাচল প্রদেশের কাংড়ায় নিয়ে যাওয়া হয়।
হিমাচলের কাংড়া জেলার বাসিন্দা নমন বায়ুসেনার দক্ষ পাইলট ছিলেন। দুবাইয়ের এয়ার শো-তে তেজসের কৃৎকৌশল প্রদর্শন করার ভার পড়েছিল তাঁর উপর। তিনিই যুদ্ধবিমান চালাচ্ছিলেন। গত শুক্রবার দুপুরে স্থানীয় সময় ২টো ৮ মিনিটে বিমানটি ভেঙে পড়ে। মৃত্যু হয় নমনের। বায়ুসেনার তরফে বিবৃতি জারি করে তাঁর মৃত্যুর খবর নিশ্চিত করা হয়েছিল। রবিবার বায়ুসেনা জানিয়েছে, পূর্ণ সামরিক মর্যাদায় হিমাচল প্রদেশে উইং কমান্ডারের শেষকৃত্য সম্পন্ন হবে।
---------------
হিন্দুস্থান সমাচার / মৌমিতা