অদ্ভুত কাণ্ড! মালদায় ভোটার তালিকা থেকে বাদ জীবিত ভোটারের নাম
মালদা, ২৪ নভেম্বর (হি.স.): রাজ্যে চলছে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন বা এসআইআর। এই আবহে মালদায় ভোটার তালিকা থেকে বাদ গেল জীবিত ভোটারের নাম। মৃত্যু হয়েছে ছোট ভাইয়ের আর ভোটার তালিকা থেকে নাম বাদ গেল দাদার। ফলে সরকারি কর্মচারী দাদা পড়েছেন চরম বি
অদ্ভুত কাণ্ড! মালদায় ভোটার তালিকা থেকে বাদ জীবিত ভোটারের নাম


মালদা, ২৪ নভেম্বর (হি.স.): রাজ্যে চলছে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন বা এসআইআর। এই আবহে মালদায় ভোটার তালিকা থেকে বাদ গেল জীবিত ভোটারের নাম। মৃত্যু হয়েছে ছোট ভাইয়ের আর ভোটার তালিকা থেকে নাম বাদ গেল দাদার। ফলে সরকারি কর্মচারী দাদা পড়েছেন চরম বিপাকে।

আর বাড়িতে এসআইআর-এ ফর্ম হাজির মৃত ছোট ভাইয়ের। জীবিত সরকারি কর্মী দাদার ফর্ম না আসায় চিন্তায় পড়েছে ভৌমিক পরিবারের সদস্যরা। এক কথায় দিশেহারা মালদার হবিবপুর ব্লকের বুলবুল চণ্ডী গ্রাম পঞ্চায়েতের কচু পুকুর ২২৮ নম্বর বুথের এই পরিবারের সদস্যরা। এখন কি করবেন বুঝে উঠতে পারছেন না তাঁরা।

---------------

হিন্দুস্থান সমাচার / মৌমিতা




 

 rajesh pande