
মেদিনীপুর, ২৪ নভেম্বর (হি.স.): মেদিনীপুর শহরের বেসরকারি হাসপাতালে আগুন ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে! আতঙ্কিত হয়ে ছোটাছুটি শুরু করে দেন রোগী ও তাঁদের পরিজনেরা। যদিও, কিছুক্ষণের মধ্যেই আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসেন স্থানীয় বাসিন্দা, ব্যবসায়ী-সহ বেসরকারি হাসপাতালের কর্মীরা। পরে ঘটনাস্থলে পৌঁছয় দমকলের একটি ইঞ্জিন। ঠিক কিভাবে এই আগুন লাগল, তা খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছেন মেদিনীপুর দমকল বিভাগের আধিকারিকরা।
স্থানীয় সূত্রের খবর, সোমবার এই বেসরকারি হাসপাতালে আগুন লাগে। ধোঁয়া দেখতে পাওয়া মাত্রই আতঙ্ক ছড়িয়ে পড়ে। যদিও দ্রুততার সঙ্গে আগুন নিয়ন্ত্রণে আনা হয়।
---------------
হিন্দুস্থান সমাচার / মৌমিতা