
বাগপত, ২৪ নভেম্বর (হি.স.): বিয়ে করতে যাওয়ার পথে ট্রাকের ধাক্কায় মৃত্যু হল হবু বরের। রবিবার রাতে উত্তর প্রদেশের বাগপত জেলায় দুর্ঘটনাটি ঘটে। মৃতের নাম সুবোধ।
সোমবার পুলিশ সূত্রে জানা গেছে, পিচহোকরা গ্রামের বাসিন্দা বছর ২৫ এর সুবোধ পেশায় ফিজিওথেরাপিস্ট। রবিবার রাতে পরিবারের লোকজনের সঙ্গে গাড়িতে চেপে বিয়ে করতে যাচ্ছিলেন তিনি। মাঝ পথে তাঁর শরীর খারাপ লাগায় দিল্লি-শাহারাণপুর জাতীয় সড়কের ধারে গাড়ি থেকে নামেন সুবোধ। ঠিক সেই সময়ে আচমকাই একটি দ্রুত গতিতে আসা ট্রাক ধাক্কা মারে ওই যুবককে। রক্তাক্ত সুবোধকে হাসপাতালে নিয়ে যাওয়ার পথেই মৃত্যু হয় তাঁর। রাস্তার ধারের সিসি ক্যামেরা ফুটেজ দেখে ট্রাক এবং চালকের খোঁজ শুরু করেছে পুলিশ।
---------------
হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ