জয়নগরে বিধ্বংসী অগ্নিকাণ্ড, ভস্মীভূত দোকান ও গুদাম
জয়নগর, ২৪ নভেম্বর (হি.স.): ভয়াবহ আগুন লাগল দক্ষিণ ২৪ পরগনার জয়নগরে। সোমবার ভোররাতে গোঁড়েরহাটের কাছে এক দোতলা দোকান ও গুদামে আগুন লেগে যায়। দমকলের দুই ইঞ্জিনের সহায়তায় নিয়ন্ত্রণে আসে আগুন। তবে, আগুনে সম্পূর্ণ ভস্মীভূত হয়ে গিয়েছে দোকান ও গুদাম। জয়
জয়নগরে বিধ্বংসী অগ্নিকাণ্ড, ভস্মীভূত দোকান ও গুদাম


জয়নগর, ২৪ নভেম্বর (হি.স.): ভয়াবহ আগুন লাগল দক্ষিণ ২৪ পরগনার জয়নগরে। সোমবার ভোররাতে গোঁড়েরহাটের কাছে এক দোতলা দোকান ও গুদামে আগুন লেগে যায়। দমকলের দুই ইঞ্জিনের সহায়তায় নিয়ন্ত্রণে আসে আগুন। তবে, আগুনে সম্পূর্ণ ভস্মীভূত হয়ে গিয়েছে দোকান ও গুদাম।

জয়নগরে ড্রাই ফ্লাওয়ার্স দোকান ও গোডাউনে বিধ্বংসী আগুন লাগে। সোমবার ভোরের দিকে স্থানীয় পথ চলতি মানুষ দক্ষিণ বারাসত স্টেশনে ট্রেন ধরার জন্য আসার পথেই তাঁদের নজরে আসে যে, গোঁড়েরহাটের কাছে রায়নগরে রাস্তার পাশেই নারায়ণ গায়েনের ড্রাই ফ্লাওয়ার্স-এর দোকান এবং গোডাউন দাউদাউ করে জ্বলছে। তাদের চিৎকারে আশেপাশে লোকজনের ঘুম ভেঙে যায়। দমকল কর্মীরা এসে দ্রুত আগুন নিভিয়ে ফেলেন।

---------------

হিন্দুস্থান সমাচার / মৌমিতা




 

 rajesh pande