
কলকাতা, ২৪ নভেম্বর (হি.স.): পশ্চিমবঙ্গের আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করলেন বিজেপির রাজ্য সভাপতি তথা সাংসদ শমীক ভট্টাচার্য। তাঁর অভিযোগ, পশ্চিমবঙ্গ বারুদের স্তূপের উপর বসে আছে। সাম্প্রতিক বেশ কিছু দিন ধরে মুর্শিদাবাদের বিভিন্ন স্থান থেকে আগ্নেয়াস্ত্র ও বোমা উদ্ধার করেছে পুলিশ।
এ প্রসঙ্গে সোমবার কলকাতায় সাংবাদিকদের মুখোমুখি হয়ে শমীক বলেন, পশ্চিমবঙ্গ বারুদের স্তূপের উপর বসে আছে। সমগ্র পশ্চিমবঙ্গ বিপদের মধ্যে রয়েছে। আইন-শৃঙ্খলা তলানিতে। সম্পূর্ণ অরাজকতা চলছে। বাংলাদেশিরা বাংলার সর্বত্র নিজেদের আস্তানা গড়েছে। বিহার এবং ঝাড়খণ্ডের জনবিন্যাসও পরিবর্তিত হয়েছে, কারণ পশ্চিমবঙ্গ একটি প্যাসেজ হিসেবে হয়ে গেছে রোহিঙ্গাদের।
---------------
হিন্দুস্থান সমাচার / মৌমিতা