
মুম্বই , ২৪ নভেম্বর ( হি.স.): আগেই আনুষ্ঠানিকভাবে ঘোষণা হয়েছিল 'ম্যাজিকাল ওয়ালেট' ছবির বিষয়ে। আর এবার প্রকাশিত হলো ছবির প্রথম পোস্টার। ছবিতে রয়েছেন অভিনেতা জিমি শেরগিল। আসন্ন কমেডি ছবির প্রথম পোস্টার সমাজমাধ্যমে প্রকাশিত হতেই দর্শকদের মধ্যে শুরু হয়েছে জল্পনা। জিমির সঙ্গে পর্দায় দেখা যাবে প্রবীণ অভিনেতা সঞ্জয় মিশ্র এবং 'ইওর অনার' খ্যাত আঁচল সিং-কে। ছবিটি পরিচালনায় মুজাফফরনগর (২০১৭) ছবির সহ-পরিচালক নীতিন এন. কুশওয়াহা। ছবির প্রযোজনায় রয়েছেন নরেশ কুশওয়াহা।
সোমবার সমাজমাধ্যমে ছবির প্রথম পোস্টারের সঙ্গে প্রকাশিত হয়েছে ক্যাপশন ,শীঘ্রই আসছে । ছবি জুড়ে রয়েছে একটি জাদু মানিব্যাগের (ম্যাজিকাল ওয়ালেট) গল্প। ছবির শুটিং শুরু হবে ২০২৬ এ , তীর্থশহর বারাণসীতে। শহরের প্রাচীনত্ব ও আধ্যাত্মিকতা পৌরাণিক দিকটিকে তুলে ধরার চেষ্টা করবে ছবিটিতে, এমনিই আশা রাখছেন পরিচালক ও প্রযোজক মহল । জিমি শেরগিল এবং সঞ্জয় মিশ্রের যৌথ অভিনয় এবং আঁচল সিং-এর বিশেষ উপস্থিতি ছবিটির মোড় ঘোরাবে , সেবিষয়ে সন্দেহ নেই দর্শকদের। এখন শুধুই ছবি মুক্তির অপেক্ষা।
---------------
হিন্দুস্থান সমাচার / সৃজিতা বসাক