
কলকাতা, ২২ নভেম্বর (হি. স.) : কেন্দ্রীয় সংস্কৃতি মন্ত্রকের পরিচালনায় ভিক্টোরিয়া মেমোরিয়ালে হলে সপ্তাহব্যাপী ওয়ার্ল্ড হেরিটেজ উইক এর সূচনা হয়েছে। ১৯ থেকে ২৫ পর্যন্ত নানান অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। রবিবার ছুটির দিনে সেখানে রয়েছে বাংলার ঐতিহ্যবাহী লোকনৃত্য। পরিবেশনে শিল্পার্ঘ্য জলখুরা। এদিন রয়েছে দুটি ভিন্ন ধরনের অনুষ্ঠান। আয়োজকদের তরফেও জানানো হয়েছে যে, কৃষ্ণপুর নজরুল চর্চা কেন্দ্র পরিবেশন করবে - সাম্যবাদী নজরুল। ৩০ জন শিল্পী এবং তাদের মধ্যেই অধিকাংশ শিশু শিল্পীদের অংশগ্রহণ থাকছে। সমবেত হয়ে শিল্প সুষমার ডালি নিয়েই তা তুলে ধরা প্রয়াস গ্রহণ করেছে। পরদিন, সোমবার রয়েছে মধুবনী পেইন্টিংস নিয়ে কর্মশালা। কেবলমাত্র স্কুলের পড়ুয়াদের জন্য আমন্ত্রণমূলক অনুষ্ঠান। সমাপ্তি পর্বে রয়েছে ২৫ তারিখ গোমিরা মাস্ক ডান্স শ্রী শ্রী গোহিলি মুখোশ নৃত্য দল এর পরিবেশনায়।
হিন্দুস্থান সমাচার / শুভদ্যুতি দত্ত