
মুম্বই, ২১ নভেম্বর (হি.স.) : সাইয়ারা সিনেমা খ্যাত অহন পাণ্ডে ও অনীত পাড্ডা বলিউডের চর্চিত জুটি। অন- স্ক্রিনে তাদের সম্পর্কের রসায়নের পাশাপাশি অফ - স্ক্রিনে তাদের খুনসুটি উস্কে দিয়েছে একটাই প্রশ্ন। তাদের সম্পর্ক নিয়ে সামাজিক মাধ্যমে নেটিজেনদের মধ্যে শুরু হয়েছে একাধিক জল্পনা। সম্প্রতি এক সাক্ষাৎকারে পরিচালক করণ জোহারের উঠে আসা বক্তব্যেও রয়েছে এই একই জল্পনার সুর ।
তবে এই সব জল্পনা কার্যত উড়য়ে দিয়ে অভিনেতা অহন পান্ডে বলেছেন, তাঁরা শুধুই ভালো বন্ধু। তিনি আরও বলেন , অনীত আমার সবথেকে ভালো বন্ধু। গোটা সমাজ মাধ্যম হয়তো ভাবছে আমরা প্রেমের সম্পর্কে রয়েছি কিন্তু বিষয়টি একেবারেই ভুল। সব সম্পর্ক প্রেমের হয় না, কিছু সম্পর্ক হয় শুধুই বন্ধুত্বের। ভবিষ্যতে তাদের সম্পর্ক পরিণতি পাবে কিনা , সে বিষয়ে প্রশ্ন করা হলে তিনি জানান , এখনও পর্যন্ত এই ভাবনা নেই , ভবিষ্যতেও তা হবার সম্ভাবনাও নেই। এই প্রসঙ্গে পরিচালক করণ জোহারও সাক্ষাকারের শেষে বলেছেন তাদের সম্পর্কটি এখনও আনুষ্ঠানিকভাবে সুনিশ্চিত করা হয়নি। ভবিষ্যতে তাঁরা কী করবেন সেটাও এখনও পর্যন্ত অধরা।
---------------
হিন্দুস্থান সমাচার / সৃজিতা বসাক