
কলকাতা, ২০ নভেম্বর (হি. স.) : পাবলিক রিলেশনস সোসাইটি অফ ইন্ডিয়া, কলকাতা চ্যাপ্টারের উদ্যোগে পীযূষ পান্ডে'কে শ্রদ্ধা নিবেদন করা হল। এ ট্রিবিউটি টু পীযূষ পান্ডে, - স্মরণ অনুষ্ঠানের আয়োজন করা। স্যাটারডে ক্লাবে বৃহস্পতিবার সন্ধ্যায় তাঁর একদা সহপাঠী স্মৃতিচারণ করেন। ভারতীয় ক্রিকেটার অরুণলাল এদিনের অনুষ্ঠানে শিক্ষা জীবনের নানা স্মৃতি তুলে ধরেছেন। দর্শকদের মধ্যে ছিল টানটান উত্তেজনা। অরুণলাল এদিন আরও বলেন, আইপিএল খেলার ধারাবিবরণী দেওয়ার সময় বেশ কয়েকবছর আগের ঘটনা। সোনির স্টুডিও তে বসে থাকাকালীন পীযূষ এর ফোন - এমন মজার বিভিন্ন ঘটনা তুলে ধরেন তিনি। একথা নিঃসন্দেহে বলার অপেক্ষা রাখে না যে, উল্লেখযোগ্য যে পীযূষের ব্র্যান্ডিং স্কিল, বিজ্ঞাপন স্কিল - যে তাঁকে জনপ্রিয়তার শীর্ষে পৌঁছে দিয়েছিল। যে সমস্ত সংস্থার বিজ্ঞাপন তাঁকে আরো খ্যাতির শিখরে পৌঁছে দেয় তা - ক্যাডবেরি ডেয়ারি মিল্ক থেকে ফেভিকুইক। এশিয়ান পেইন্টস থেকে ভোডাফোন। লুনা মোপেড থেকে পন্ডস, টাইটান, দ্য হিন্দু ইত্যাদি। ইউনিসেফ এর পোলিও দূরীকরণ প্রচার কর্মসূচিতে তাঁর ক্যাচলাইন - 'দো বুঁদ জিন্দেগি কে' ।
হিন্দুস্থান সমাচার / শুভদ্যুতি দত্ত