বিশ্ব শিশু দিবসে শিশুদের অধিকার রক্ষায় নীল আলোয় সেজেছে হেরিটেজ ভবন
কলকাতা, ২০ নভেম্বর (হি. স.) আন্তর্জাতিক শিশু দিবস উপলক্ষে কলকাতায় নীল আলোয় এই মুহূর্তে উদ্ভাসিত হেরিটেজ ভবন। বিশ্ব শিশু দিবসে শিশুদের অধিকার রক্ষার বার্তা ছড়াতে নীল আলোয় সেজে উঠেছে বিধানসভা ভবন, বেঙ্গল চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি, প্রে
নীল আলোয় উদ্ভাসিত কলকাতায় হেরিটেজ ভবন


কলকাতা, ২০ নভেম্বর (হি. স.) আন্তর্জাতিক শিশু দিবস উপলক্ষে কলকাতায় নীল আলোয় এই মুহূর্তে উদ্ভাসিত হেরিটেজ ভবন। বিশ্ব শিশু দিবসে শিশুদের অধিকার রক্ষার বার্তা ছড়াতে নীল আলোয় সেজে উঠেছে বিধানসভা ভবন, বেঙ্গল চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি, প্রেস ক্লাব কলকাতা ও কলকাতাস্থিত ইউনিসেফ অফিস। এদিন এই প্রসঙ্গে ইউনিসেফর তরফেও জানানো হয়েছে যে, এই আলোকসজ্জার প্রথম ও প্রধান উদ্দেশ্য হল - প্রাপ্তবয়স্কদের মধ্যেই নিজেদের শৈশবকে স্মরণ করিয়ে শিশুদের জন্য শান্তি, নিরাপত্তা, সমতা ও মর্যাদার বিশ্ব গড়ে তোলার প্রতিশ্রুতি নবীকরণ করানো। এই বছরে দিবসের মূল ভাবনা—‘আমার দিন, আমার অধিকার’ এবং ‘আমার ভিতরের শিশুটি, শিশুদের প্রতি আমার প্রতিশ্রুতি’। বৃহস্পতিবার এই উপলক্ষে ইউনিসেফ পশ্চিমবঙ্গ বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনকে নিয়ে শিশুদের ভবিষ্যৎ ও অধিকার রক্ষায় সমন্বিত কর্ম পরিকল্পনার বৈঠক হয়েছে।এককথায়, বরাবরের মতো এবছরও গো ব্লু ক্যাম্পেইন - ইউনিসেফ এর।

হিন্দুস্থান সমাচার / শুভদ্যুতি দত্ত




 

 rajesh pande