ব্যাহত গুগল মিট পরিষেবা
কলকাতা, ২৬ নভেম্বর (হি.স.): বুধবার সকাল থেকে গুগল মিটের পরিষেবা ব্যাপক ভাবে ব্যাহত হল। এ দিন সকাল সাড়ে ১১টা নাগাদ প্রথম সমস্যা শুরু হয়। মূলত ডেস্কটপ ব্যবহারকারীরা বিপাকে পড়েন। সমাজমাধ্যমে ক্ষোভ উগরে দেন হাজার হাজার গ্রাহক। তবে কী কারণে এই গোলমাল
ব্যাহত গুগল মিট পরিষেবা


কলকাতা, ২৬ নভেম্বর (হি.স.): বুধবার সকাল থেকে গুগল মিটের পরিষেবা ব্যাপক ভাবে ব্যাহত হল। এ দিন সকাল সাড়ে ১১টা নাগাদ প্রথম সমস্যা শুরু হয়। মূলত ডেস্কটপ ব্যবহারকারীরা বিপাকে পড়েন। সমাজমাধ্যমে ক্ষোভ উগরে দেন হাজার হাজার গ্রাহক। তবে কী কারণে এই গোলমাল তা নিয়ে এখনও কোনও বিবৃতি দেননি গুগল কর্তৃপক্ষ।

বেশিরভাগ ব্যবহারকারী জানিয়েছেন, তাঁরা মিটিংয়ে ঢুকতে পারেননি কিছুতেই। বারবার ব্যর্থ হয়ে, প্রথমদিকে ভেবেছিলেন তাঁদের ব্যক্তিগত সমস্যা। পরে বুঝতে পারেন, সমস্যা গুগল মিট-এ। স্ক্রিনে ভেসে ওঠে বার্তা, তাতে লেখা ছিল, 'এটি একটি ত্রুটি। সার্ভারটি একটি অস্থায়ী ত্রুটির সম্মুখীন হয়েছে এবং আপনার অনুরোধটি সম্পূর্ণ করতে পারেনি। অনুগ্রহ করে ৩০ সেকেন্ডের মধ্যে আবার চেষ্টা করুন।' বহু ব্যবহারকারী নিজেদের সমস্যার কথা জানিয়েছেন সোশ্যাল মিডিয়ায়। এর আগে, চলতি বছরের শুরুর দিকে, মার্কিন যুক্তরাষ্ট্রে গুগল মিট একটি বড় ধরণের বিভ্রাটের সম্মুখীন হয়।

---------------

হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ




 

 rajesh pande