নতুন সমস্যায় জেরবার নির্বাচন কমিশন, ২৬ লাখ ভোটারের তথ্য মিলছে না
কলকাতা, ২৬ নভেম্বর (হি. স.) : একের পর এক সমস্যা পিছু ছাড়তে চাইছে না নির্বাচন কমিশনের। এবার নতুন করে সমস্যা ধরা পড়েছে যে, এ পর্যন্ত ৬ কোটি এনুমারেশন ফর্মের ডিজিটাইজ়েশন কাজ শেষ হয়েছে। যদিও এর মধ্যে ২০০২ সালের সঙ্গে এখনও পর্যন্ত ২৬ লক্ষ ভোটদাতার ল
নতুন সমস্যায় জেরবার নির্বাচন কমিশন, ২৬ লাখ ভোটারের তথ্য মিলছে না


কলকাতা, ২৬ নভেম্বর (হি. স.) : একের পর এক সমস্যা পিছু ছাড়তে চাইছে না নির্বাচন কমিশনের। এবার নতুন করে সমস্যা ধরা পড়েছে যে, এ পর্যন্ত ৬ কোটি এনুমারেশন ফর্মের ডিজিটাইজ়েশন কাজ শেষ হয়েছে। যদিও এর মধ্যে ২০০২ সালের সঙ্গে এখনও পর্যন্ত ২৬ লক্ষ ভোটদাতার লিঙ্কেজ মেলেনি। অর্থাৎ সংযোগ পাওয়া যায়নি। সুতরাং সমস্যা চরমে।

নির্বাচন কমিশনের সূত্রে জানা গিয়েছে যে, অধিকাংশ ক্ষেত্রে দেখা গিয়েছে যে, ২০০২ এর ভোটার তালিকা যখন অনলাইনে মিলিয়ে দেখা হচ্ছে, তখন সেই তালিকায় তাদের নাম নেই। অফলাইনে ফর্ম পূরণ করে অথচ জমা দিয়েছেন তিনি। আবার কিছু ক্ষেত্রে দেখা যাচ্ছে, যেহেতু অনলাইনে ২০০২ এর সঙ্গে লিঙ্কেজ দেখা যাচ্ছে না, ফলে বুথ লেভেল অফিসার যখন ডিজিটাইজ়েশনের সময় সেই তথ্য অনলাইনে তুলে ধরছেন ঠিক তখন ২০০২ এর সঙ্গে তথ্য মিলছে না। এর পরিপ্রেক্ষিতেই নির্বাচন কমিশন জানিয়ে দিয়েছে যে, কেবলমাত্র তাঁদের ক্ষেত্রেই কমিশনের কাছে ২০০২ এর তালিকার যে হার্ড কপি রয়েছে। সেইসঙ্গে অফলাইনে পূরণ করা আবেদন পত্র পুঙ্খানুপুঙ্খভাবে মিলিয়ে দেখা হবে। সেক্ষেত্রে, ইলেকশন রিটার্নিং অফিসার উদ্ভূত পরিস্থিতিতে সমস্যার সমাধানে গুরুত্বপূর্ণ বিষয়টি খতিয়ে দেখবেন এবং সংশ্লিষ্ট ভোটার তথা নাগরিকের সঙ্গে আলোচনা করবেন।

হিন্দুস্থান সমাচার / শুভদ্যুতি দত্ত




 

 rajesh pande