
কলকাতা, ২৬ নভেম্বর (হি. স.) : চার শ্রম কোড বাতিলের দাবিতে বুধবার রাজপথে শ্রমিক ও কর্মচারীরা। দেশজুড়েই এদিন প্রতিবাদ দিবসের ডাক দেওয়া হয় এবং তা পালন করা হয়েছে। নিজাম প্যালেস অভিমুখে পদযাত্রা সহ মজদুর অধিকার সংঘর্ষ অভিযান (মাসা 'র) আহ্বানে রবীন্দ্র সদনের এক্সাইড মোড় থেকে পায়ে হেঁটে সদস্যরা শ্রম কমিশনারের কাছে বিক্ষোভ প্রদর্শন করে। সংক্ষিপ্ত সময়ের এক পথসভায় জানানো হয়েছে যে, দেশজুড়েই আগামী ১৪ ডিসেম্বর সর্বভারতীয় শ্রমিক অধিকার দিবস পালন করার ডাক দেওয়া হয়েছে। এর অন্যতম কারণ হল - কেন্দ্রীয় সরকার ভারত জুড়েই ৪ শ্রম কোড লাগু করার কথা ঘোষণা করেছে। এর বিরুদ্ধেই প্রতিবাদ আন্দোলন সংগঠিত করার প্রচেষ্টা অব্যাহত। শ্রমিক শ্রেণীর কাজের নিশ্চয়তা ও অধিকার রক্ষার স্বার্থে ১২ দফা দাবিতেই রাজ্যেও দলমত নির্বিশেষে যোগদানের জন্য জানানো হয়েছে। ঐদিন ধর্মতলা লেনিন মূর্তির পাদদেশে তা পালনের আয়োজন করা হয়েছে। প্রসঙ্গত, এদিনের প্রতিবাদ সভা ও পদযাত্রা কর্মসূচিতে লাল ঝান্ডা মজদুর ইউনিয়ন (সমন্বয় সমিতি), আই এফ টি ইউ (সর্বহারা) এবং সি এস টি ইউ ও মাসা - র সদস্যরা যোগদান করেন।
হিন্দুস্থান সমাচার / শুভদ্যুতি দত্ত