(আপডেট) তেলঙ্গানায় পথ দুর্ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ১৮, আহত অন্তত ২০
হায়দরাবাদ, ৩ নভেম্বর (হি.স.): সোমবার ভোরে ভয়াবহ এক পথ দুর্ঘটনা হয় তেলঙ্গানায়। প্রথমে জানা গিয়েছিল মৃত কমপক্ষে ১৭ জন। পরে সেই সংখ্যা বেড়ে হয় ১৮। এ ছাড়াও, আহতের সংখ্যাও বেড়ে হয়েছে ২০। তেলঙ্গানার চেভেল্লা থানার আওতাধীন খানাপুর গেটের কাছে একটি রাজ্
(আপডেট) তেলঙ্গানায় পথ দুর্ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ১৮, আহত অন্তত ২০


হায়দরাবাদ, ৩ নভেম্বর (হি.স.): সোমবার ভোরে ভয়াবহ এক পথ দুর্ঘটনা হয় তেলঙ্গানায়। প্রথমে জানা গিয়েছিল মৃত কমপক্ষে ১৭ জন। পরে সেই সংখ্যা বেড়ে হয় ১৮। এ ছাড়াও, আহতের সংখ্যাও বেড়ে হয়েছে ২০।

তেলঙ্গানার চেভেল্লা থানার আওতাধীন খানাপুর গেটের কাছে একটি রাজ্য সড়ক পরিবহন কর্পোরেশনের বাস এবং একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। তাতেই ঘটে বিপত্তি। ইতিমধ্যেই আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। আপাতত সেখানেই চিকিৎসা চলছে তাঁদের।

সূত্রের খবর, যাত্রী বোঝাই ওই বাসটি তাণ্ডুর থেকে চেভেল্লার দিকে যাচ্ছিল। সেই সময়ে চেভেল্লার দিক থেকে তাণ্ডুরের দিকে আসছিল পাথর বোঝাই একটি ট্রাক। কিন্তু ট্রাকটি রাস্তার ভুল লেন দিয়ে আসছিল। তাতেই ঘটে বিপত্তি। সংঘর্ষের তীব্রতা এতটাই বেশি ছিল, যে ট্রাক এবং বাসের সামনের অংশ একেবারে দুমড়ে-মুচড়ে যায়।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, বাসের উপর উল্টে যায় ট্রাকটি। বাসটিতে প্রায় ৭০ জন যাত্রী ছিল, যাদের বেশিরভাগই ছুটি কাটিয়ে হায়দরাবাদে ফিরছিল। তাদের মধ্যে অনেকেই পড়ুয়া। দুর্ঘটনায় আহতদের অনেকের অবস্থা আশঙ্কাজনক। ট্রাক চালক ঘটনাস্থলেই মারা যান। দুর্ঘটনার ফলে চেভেল্লা -বিকারাবাদ সড়কে যানজটের সৃষ্টি হয়। পুলিশ, স্থানীয় বিধায়ক ঘটনাস্থলে পৌঁছন।

---------------

হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ




 

 rajesh pande