
জম্মু, ৩ নভেম্বর (হি.স.): ‘দরবার মুভ’ প্রথা ফিরিয়ে আনলেন জম্মু ও কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আব্দুল্লাহ। শ্রীনগর থেকে রাজধানী গেল জম্মুতে। ১৮৭২ সালে জম্মু ও কাশ্মীরের রাজা গুলাব সিংয়ের চালু করা প্রথা ফিরিয়ে আনলেন ওমর আবদুল্লা। কেন্দ্রশাসিত অঞ্চল জম্মু ও কাশ্মীরের মুখ্যমন্ত্রীর তত্ত্বাবধানে আগামী ছ’মাসের জন্য শ্রীনগর থেকে রাজধানী জম্মুতে স্থানান্তরিত হল রাজধানী। রাজধানী স্থানান্তরের এই প্রথার নাম ‘দরবার মুভ’।
মুখ্যমন্ত্রী ওমর তাঁর মন্ত্রীদের নিয়ে পৌঁছে গিয়েছেন গ্রীষ্মকালীন রাজধানীতে। সোমবার আনুষ্ঠানিক ভাবে জম্মু সচিবালয়ে শুরু হয় কাজ। সকালে ওয়াজারাত রোডের সরকারি বাসভবন থেকে সিভিল সেক্রেটারিয়েট পর্যন্ত দু’কিলোমিটার পথ হেঁটে যান ওমর। পথে রেসিডেন্সি রোড, রঘুনাথ বাজার এবং শালিমার রোডে বার বার দাঁড়িয়ে ব্যবসায়ীদের সঙ্গে কথা বলেন তিনি।
---------------
হিন্দুস্থান সমাচার / মৌমিতা