এনডিএ বিহারকে বন্ধক রাখতে চায়, তাঁরা উদ্বিগ্ন; কটাক্ষ অখিলেশ যাদবের
সিওয়ান, ৩ নভেম্বর (হি.স.): এনডিএ বিহারকে বন্ধক রাখতে চায়, তাঁরা উদ্বিগ্ন; কটাক্ষ করে সোমবার এই মন্তব্য করলেন সমাজবাদী পার্টির প্রধান অখিলেশ যাদব। এদিন বিহারের সিওয়ানে সাংবাদিকদের মুখোমুখি হয়ে অখিলেশ যাদব বলেন, তেজস্বীর চাকরির প্রতিশ্রুতি, ২৫০০ না
অখিলেশ যাদব


সিওয়ান, ৩ নভেম্বর (হি.স.): এনডিএ বিহারকে বন্ধক রাখতে চায়, তাঁরা উদ্বিগ্ন; কটাক্ষ করে সোমবার এই মন্তব্য করলেন সমাজবাদী পার্টির প্রধান অখিলেশ যাদব। এদিন বিহারের সিওয়ানে সাংবাদিকদের মুখোমুখি হয়ে অখিলেশ যাদব বলেন, তেজস্বীর চাকরির প্রতিশ্রুতি, ২৫০০ নারীকে সম্মান জানানোর প্রতিশ্রুতির কারণে তারা চিন্তিত। এবার বিহারের মানুষ সম্প্রীতি বেছে নেবে। 'বিজেপি গাপ্পু কা মামলা হ্যায়'। তারা বলেছে যে তারা চাঁদে জমি দেবে, ব্যাংক অ্যাকাউন্টে ১৫ লক্ষ টাকা জমা দেবে এবং কোটি কোটি চাকরি তৈরি করবে। তারা এমন মানুষ যারা আমেরিকার দ্বারা ক্ষতিগ্রস্ত হয়েছে। আমেরিকা তাদের ভয় দেখাচ্ছে, তাই তারা এই ধরণের কৌশল অবলম্বন করবে যাতে নির্বাচনে তাদের ব্যর্থতা নিয়ে বিতর্ক না হয়। বিজেপির বড় 'গাপ্পু' এবং তাদের 'চাপ্পু' আছে। আমাদের বিহারকে 'গাপ্পু' এবং 'চাপ্পু' থেকে বাঁচাতে হবে।

---------------

হিন্দুস্থান সমাচার / মৌমিতা




 

 rajesh pande