জয়পুরে বেপরোয়া ডাম্পারের ধাক্কায় মৃত অন্তত ১৩
জয়পুর, ৩ নভেম্বর (হি. স.) : রাজস্থানের জয়পুরে দ্রুত গতিতে ছুটে আসা একটি ডাম্পার ট্রাক একাধিক যানবাহনকে পিষে দেয়। সোমবার ভয়াবহ দুর্ঘটনায় ঘটনাস্থলেই কমপক্ষে ১৩ জনের মৃত্যু হয় এবং গুরুতর আহত একাধিক। এদিন দুপুর ১টা নাগাদ জয়পুরের ব্যস্ত লোহা মান্ডি এলা
জয়পুরে বেপরোয়া ডাম্পারের ধাক্কায় মৃত অন্তত ১৩


জয়পুর, ৩ নভেম্বর (হি. স.) : রাজস্থানের জয়পুরে দ্রুত গতিতে ছুটে আসা একটি ডাম্পার ট্রাক একাধিক যানবাহনকে পিষে দেয়। সোমবার ভয়াবহ দুর্ঘটনায় ঘটনাস্থলেই কমপক্ষে ১৩ জনের মৃত্যু হয় এবং গুরুতর আহত একাধিক। এদিন দুপুর ১টা নাগাদ জয়পুরের ব্যস্ত লোহা মান্ডি এলাকায় এই দুর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীদের মতে, ডাম্পার ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে বেপরোয়া গতিতে ছুটতে থাকে এবং রাস্তা দিয়ে যাতায়াত করা একাধিক গাড়িকে সজোরে ধাক্কা মারে।

এরপর ডিভাইডারে ধাক্কা খেয়ে ট্রাকটি উলটে যায়, যার ফলে বেশ কয়েকটি ছোট গাড়ি তার নিচে চাপা পড়ে যায়। আহতদের দ্রুত উদ্ধার করে কানওয়াটিয়া হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তবে যাদের আঘাত গুরুতর, তাঁদের জয়পুরের সওয়াই মান সিং হাসপাতালে স্থানান্তরিত করা হচ্ছে। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, এই মর্মান্তিক দুর্ঘটনায় পরে এলাকার চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে পড়েছিল দুমড়ে মুচড়ে যাওয়া গাড়ি এবং রক্তাক্ত দেহ।

দুর্ঘটনার পরপরই উপস্থিত জনতা ট্রাক চালককে ধরে ফেলে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে চালককে উদ্ধার করে থানায় নিয়ে যায়। ঘটনার পর পুলিশ গোটা এলাকা ঘিরে ফেলে এবং যান চলাচল অন্য পথে ঘুরিয়ে দেওয়া হয়।

প্রসঙ্গত, এই ভয়াবহ ঘটনার মাত্র কয়েক ঘণ্টা আগেই জয়পুর থেকে প্রায় ৪০০ কিলোমিটার দূরে ভরত মালা হাইওয়ের মাতোদা গ্রামের কাছে আরও একটি ভয়াবহ সড়ক দুর্ঘটনা ঘটেছিল। সেখানে ১৫ জন প্রাণ হারান এবং তিনজন আহত হন।

হিন্দুস্থান সমাচার / সোনালি




 

 rajesh pande