
নয়াদিল্লি, ৩ নভেম্বর (হি.স.): তেলঙ্গনার রঙ্গারেড্ডি জেলায় ভয়াবহ পথ দুর্ঘটনায় বহু মানুষের প্রাণহানিতে গভীর শোক প্রকাশ করেছেন উপ-রাষ্ট্রপতি সি পি রাধাকৃষ্ণন। স্বজনহারাদের প্রতি সমবেদনা জানিয়েছেন তিনি। আহতদের দ্রুত আরোগ্য কামনা করেছেন। এক্স পোস্টে উপ-রাষ্ট্রপতি জানান, তেলঙ্গানার রঙ্গারেড্ডি জেলায় মর্মান্তিক পথ দুর্ঘটনায় প্রাণহানির ঘটনায় গভীরভাবে মর্মাহত। এই কঠিন সময়ে ক্ষতিগ্রস্তদের পরিবারের প্রতি আমার সমবেদনা জানাই। আহতদের দ্রুত আরোগ্য কামনা করি।
উল্লেখ্য, সোমবার ভোরে ভয়াবহ এক পথ দুর্ঘটনা হয় তেলঙ্গানায়। প্রথমে জানা গিয়েছিল মৃত কমপক্ষে ১৭ জন। পরে সেই সংখ্যা বেড়ে হয় ১৮। এ ছাড়াও, আহতের সংখ্যাও বেড়ে হয়েছে ২০।
তেলঙ্গানার চেভেল্লা থানার আওতাধীন খানাপুর গেটের কাছে একটি বাস এবং একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। সূত্রের খবর, যাত্রী বোঝাই ওই বাসটি তাণ্ডুর থেকে চেভেল্লার দিকে যাচ্ছিল। সেই সময়ে চেভেল্লার দিক থেকে তাণ্ডুরের দিকে আসছিল পাথর বোঝাই একটি ট্রাক। কিন্তু ট্রাকটি রাস্তার ভুল লেন দিয়ে আসছিল। তাতেই ঘটে বিপত্তি। সংঘর্ষের তীব্রতা এতটাই বেশি ছিল, যে ট্রাক এবং বাসের সামনের অংশ একেবারে দুমড়ে-মুচড়ে যায়।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, বাসের উপর উল্টে যায় ট্রাকটি। বাসটিতে প্রায় ৭০ জন যাত্রী ছিল, যাদের বেশিরভাগই ছুটি কাটিয়ে হায়দরাবাদে ফিরছিল। তাদের মধ্যে অনেকেই পড়ুয়া। দুর্ঘটনায় আহতদের অনেকের অবস্থা আশঙ্কাজনক। ট্রাক চালক ঘটনাস্থলেই মারা যান।
---------------
হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ