এনডিএ সরকারের শাসনকালে বিহারে জঙ্গলরাজ এখন ইতিহাস : অমিত শাহ
চান্দৌলি, ৩ নভেম্বর (হি.স.): এনডিএ সরকারের শাসনকালে বিহারে জঙ্গলরাজ এখন ইতিহাস। জোর দিয়ে বললেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। সোমবার বিহারের চান্দৌলির শিবহরের নির্বাচনী জনসভা থেকে অমিত শাহ বলেন, আগামী ১৪ নভেম্বর রাহুল এবং লালুর দলগুলি নিশ্চ
অমিত শাহ


চান্দৌলি, ৩ নভেম্বর (হি.স.): এনডিএ সরকারের শাসনকালে বিহারে জঙ্গলরাজ এখন ইতিহাস। জোর দিয়ে বললেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। সোমবার বিহারের চান্দৌলির শিবহরের নির্বাচনী জনসভা থেকে অমিত শাহ বলেন, আগামী ১৪ নভেম্বর রাহুল এবং লালুর দলগুলি নিশ্চিহ্ন হয়ে যাবে। এখানে আবার এনডিএ সরকার গঠিত হবে। মহাজোটের কোনও নেতা বা নীতি নেই। কে কোন আসনে প্রতিদ্বন্দ্বিতা করছে তাও জানা নেই। যদিও পাণ্ডবদের মতো পাঁচটি এনডিএ দল বিহারের ২৪৩টি আসনে ঐক্যবদ্ধভাবে প্রতিদ্বন্দ্বিতা করছে।

অমিত শাহ আরও বলেন, রাহুল বাবা সম্প্রতি ছঠি মাইয়াকে অপমান করেছেন। রাহুল বাবা, মোদীজিকে অপমান করতে গিয়ে আপনি ছঠি মাইয়াকে অপমান করেছেন। যখনই আপনি নরেন্দ্র মোদীজিকে অপমান করেছেন, জনগণ আপনাকে পরাজিত করে প্রতিক্রিয়া দিয়েছে। এবার, মোদীজির সঙ্গে আপনি ছঠি মাইয়াকে অপমান করেছেন। আসন্ন নির্বাচনে সীতামারহির জনগণকে এটা মনে রাখতে হবে।

---------------

হিন্দুস্থান সমাচার / মৌমিতা




 

 rajesh pande