
মুম্বই, ৩ নভেম্বর (হি.স.) : অবশেষে অপেক্ষার অবসান। দক্ষিণ আফ্রিকাকে ৫২ রানে পরাজিত করে প্রথমবারের মতো মহিলা একদিনের ক্রিকেট বিশ্বকাপ জিতল ভারত। রবিবার নবি মুম্বইয়ের ডিওয়াই পাটিল স্পোর্টস অ্যাকাডেমিতে ঐতিহাসিক এই জয় তুলে নেয় হরমনপ্রীত কৌরের নেতৃত্বাধীন ভারতীয় দল।
দীপ্তি শর্মা ও শেফালি বর্মা-র দুরন্ত পারফরম্যান্সে ভর করে ‘উইমেন ইন ব্লু’ বিশ্বজয়ের আনন্দে মেতে ওঠে। অতীতে এই টুর্নামেন্টে টিম ইন্ডিয়া ২ বার রানার্স হয়ে থেমেছিল। এ বার কোনও ভুল করেনি টিম ইন্ডিয়া। যা দেশের মহিলা ক্রিকেট ইতিহাসে এক নতুন অধ্যায় লিখে দিল।
---------------
হিন্দুস্থান সমাচার / সৌমি বৈদ্য