রঞ্জি ট্রফি ক্রিকেটে বাংলার প্রথম ইনিংসে ৩৩৬ রান
আগরতলা, ৩ নভেম্বর (হি. স.) : গত কালের দলগত সংগ্রহে সোমবার শেষ হয়েছে বাংলার প্রথম ইনিংস ৩৩৬ রানেই। এদিন এক ওভারের সব কয়টি বল শেষ না হতেই দলের সকলেই আউট। মাত্র ৫ টি বল খেলেছে তৃতীয় দিনের খেলায় বাংলা দল। তাদের ৯/৩৩৬ রান ছিল দ্বিতীয় দিনের স্কোর।
রঞ্জি ট্রফি ক্রিকেটে বাংলার প্রথম ইনিংসে ৩৩৬ রান


আগরতলা, ৩ নভেম্বর (হি. স.) : গত কালের দলগত সংগ্রহে সোমবার শেষ হয়েছে বাংলার প্রথম ইনিংস ৩৩৬ রানেই। এদিন এক ওভারের সব কয়টি বল শেষ না হতেই দলের সকলেই আউট। মাত্র ৫ টি বল খেলেছে তৃতীয় দিনের খেলায় বাংলা দল। তাদের ৯/৩৩৬ রান ছিল দ্বিতীয় দিনের স্কোর। বাংলার ইনিংস শেষ হতেই রঞ্জি ট্রফি ক্রিকেটের প্রথম শ্রেণির খেলায় কাজেই এরপর যথারীতি ত্রিপুরার ব্যাটিং। প্রথম ওভার থেকেই হানাদারি। বাংলার বোলারদের দাপটেই ত্রাহি ত্রাহি রব বিপক্ষের শিবিরে। মহম্মদ কাইফ বল হাতে ছুটিয়ে দিয়েছেন আগরতলায় মহারাজা বীর বিক্রম স্টেডিয়ামে ঘরের মাঠে ত্রিপুরাকে। সমানতালে ঈশান পোড়েলও বল হাতে আগাগোড়া লড়াইয়ে। ফল - উভয়েই ত্রিপুরার প্রথম ইনিংসে দুটি উইকেট তুলে নিয়েছে। সবে মাত্র ১০ ওভার খেলা গড়িয়েছে। ২/২৯ দলগত স্কোর ত্রিপুরার। মহম্মদ কাইফ - ১/১ এবং ঈশান পোড়েল - ১/১৪ রান। অল্প সময়ের মধ্যেই ব্যবধান বাড়তে থাকে। ১৬ ওভারের ফলাফল - ৪/৩৬ রান। এর মধ্যেই মহম্মদ কাইফের বোলিং - ৩/৫ রান। এদিনের খেলা একসময় এমন পর্যায়ে পৌঁছে গেল যে, ৫ টি উইকেট বাংলা তুলে নিয়েছে। সুতরাং মধ্যাহ্নভোজের আগেই ৫/৬৫ রান (২৮ ওভারে), ঘরের মাঠে ত্রিপুরার সংগ্রহ। ফলো অন এড়াতে চাইলে উইকেট ধরেই রাখতে হবে। এদিকে, ১৮৬ রানের মধ্যেই তাদের আউট করতে লক্ষ্য নিয়েই এগিয়ে চলেছে। ২৭১ রানে যদিও বাংলার চেয়ে এই মুহূর্তে পিছিয়ে রয়েছে ত্রিপুরা দল লড়াইয়ের ময়দানে।

হিন্দুস্থান সমাচার / শুভদ্যুতি দত্ত




 

 rajesh pande